UPI New Rules: অনলাইনে যারা পেমেন্ট করেন প্রায়ই তাদের জন্য বড় খবর। ১৫ সেপ্টেম্বর থেকে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-এর পক্ষ থেকে পার্সন টু মার্চেন্ট লেনদেনের (UPI Payment) সীমা ১০ লক্ষ টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে ইউপিআইয়ের মাধ্যমে বড় অঙ্কের লেনদেন করাও এখন সহজ। যে সমস্ত ব্যক্তিরা (UPI Rule) কাজের ক্ষেত্রে লেনদেনের সীমা কম থাকার কারণে সমস্যায় পড়তেন, তাদের এবার সুবিধে হবে এনপিসিআইয়ের নতুন নিয়মে।
কী বদল এসেছে নতুন নিয়মে
ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ আর বিমা প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রেও এই লেনদেনের সীমা ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৫ লক্ষ টাকা। তবে একদিনে সর্বোচ্চ ১০ লক্ষ টাকার বেশি লেনদেন করা যাবে না ইউপিআইতে। অর্থাৎ ইউপিআইয়ের এই নতুন নিয়ম অনুসারে, ক্যাপিটাল মার্কেট, বিমা প্রিমিয়াম, ক্রেডিট কার্ড বিল পেমেন্ট, ভ্রমণ ও সরকারি ই-মার্কেটপ্লেসের মত বিভাগগুলিতে প্রতি লেনদেনের সীমা ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। এর মধ্যে আপনি একদিনে ১০ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন।
গয়না ও ব্যাঙ্কিং পরিষেবা
একইভাবে ইউপিআইয়ের মাধ্যমে গয়না কেনার সীমা প্রতি লেনদেনের জন্য ২ লক্ষ টাকা (আগে ১ লক্ষ টাকা)-তে বাড়ানো হয়েছে। এই বিভাগে আপনি একদিনে ৬ লক্ষ টাকার বেশি লেনদেন করতে পারবেন না। ডিজিটাল অনবোর্ডিংয়ের মাধ্যমে স্থায়ী আমানতের মত ব্যাঙ্কিং পরিষেবার জন্য প্রতি লেনদেনের সীমাও প্রতিদিন ৫ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। তবে পার্সন টু পার্সন পেমেন্টের সীমা প্রতিদিন ১ লক্ষ টাকাতেই সীমাবদ্ধ থাকবে। এই পদক্ষেপ বিভিন্ন ক্ষেত্রে অর্থপ্রদান প্রক্রিয়া সহজ করবে। এর ফলে গ্রাহক ও ব্যবসা উভয়ই উপকৃত হবে।
এই লেনদেনের সীমা বৃদ্ধির বিষয়ে NPCI বলেছে, “UPI পছন্দের পেমেন্ট পদ্ধতি হিসেবে উঠে আসার সঙ্গে সঙ্গে এর প্রতি লেনদেনের সীমা বৃদ্ধির বাজারে চাহিদা ক্রমশ বাড়ছিল। এই পদক্ষেপ ব্যক্তি ও ব্যবসা উভয়ের জন্যই বড় মূল্যের পেমেন্টের প্রক্রিয়ায় সাহায্য় করবে।” সবার জন্য সহজ না হলেও যারা বেশি টাকার লেনদেনে আগে সমস্যায় পড়ছিলেন, তাদের এবার অনেকটাই সুবিধে হবে। এর আগে ২৯ জুলাই ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া একটি সার্কুলারে বলেছে আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে ইউপিআইয়ের মাধ্যমে পিয়ার টু পিয়ার কালেক্ট রিকোয়েস্ট পরিষেবা আর পাওয়া যাবে না।