Jobs: ভারতের শহরাঞ্চলে বেকারত্বের হারে বড় ধরনের পতন দেখা গেছে। ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিসের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এপ্রিল ও জুন মাসে শহরাঞ্চলে বেকারত্বের হার কমে দাঁড়িয়েছে ৬.৬ শতাংশে, যা ২০২৩ সালের চতুর্থ ত্রৈমাসিকে ছিল ৬.৮ শতাংশ। যেখানে এপ্রিল-জুন প্রান্তিকে গত অর্থবছরে বেকারত্বের হার ছিল ৭ দশমিক ৬ শতাংশ।
Unemployment Rate: কী বলছে সমীক্ষা
সমীক্ষা অনুসারে, কোভিড মহামারী চলাকালীন শহুরে বেকারত্বের হার ছিল 7.8 শতাংশ থেকে 9.7 শতাংশ। প্রকাশিত সর্বশেষ তথ্য কোভিডের আগে 2018 সালের আর্থিক বছরে সর্বনিম্ন ছিল। এই সমীক্ষাটি 15 বছর বা তার বেশি বয়সী নাগরিকদের তথ্য থেকে নেওয়া হয়েছে।
কতটা হার কমেছে
তথ্যে দেখা যায় যে চলতি ত্রৈমাসিকে , জানুয়ারি-মার্চের মধ্যে পুরুষ বেকারত্বের হার 6 শতাংশ থেকে কমে 5.9 শতাংশে এবং মহিলা বেকারত্বের হার 9.2 শতাংশ থেকে 9.1 শতাংশে নেমে এসেছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসি অধ্যাপক লেখা চক্রবর্তী বলেছেন যে কেন্দ্রের মূলধন ব্যয় রাজ্যগুলিকে পরিকাঠামো বিকাশে সহায়তা করেছে, যার ফলে শহুরে ভারতে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেয়েছে।
কেন্দ্র চলতি অর্থবছরে মূলধন ব্যয় 10.01 ট্রিলিয়ন টাকা অনুমান করেছে, যা 2023 অর্থবছরের প্রকৃত ব্যয়ের চেয়ে 36 শতাংশ বেশি। এপ্রিল-আগস্টে কেন্দ্রের মূলধন ব্যয় ছিল 3.74 ট্রিলিয়ন টাকা, যা 48 শতাংশ বেশি। গত বছরের একই সময়কালের তুলনায় পাওয়া গিয়েছে এই তথ্য।
কর্মসংস্থানে কত টাকা
17টি বড় রাজ্যের সম্মিলিত মূলধন ব্যয় বছরে 45 শতাংশ বেড়ে চলতি আর্থিক বছরের প্রথম পাঁচ মাসে প্রায় 1.67 ট্রিলিয়ন টাকা হয়েছে, যা আগের বছরের 1.15 ট্রিলিয়ন টাকা ছিল।
2023 অর্থবছরে শহুরে বেকারত্বের হার ছিল 3.2 শতাংশ, যা 2018 অর্থবছরের পর থেকে সর্বনিম্ন। মহিলা বেকারত্বের হার ছিল 2.9 শতাংশ এবং পুরুষ বেকারত্বের হার ছিল 3.3 শতাংশ। উভয়ই আর্থিক বছর 2018 থেকে সর্বনিম্ন।