কলকাতা: টালমাটাল বিশ্ব অর্থনীতি? বিশ্বের বৃহত্তম অর্থনীতি আমেরিকার উপর কি আর্থিক মন্দার আশঙ্কা ক্রমশ বাড়ছে? একাধিক বিশ্লেষণে এমন আশঙ্কা করা হয়েছে ইতিমধ্য়েই। তার উপর আশঙ্কা বাড়িয়ে দিয়েছে গোল্ডম্যান স্যাক্সের বার্তা। Goldman Sachs আগামী বছরে আমেরিকায় মন্দার পূর্বাভাস (us recession) নিয়ে অনুমান বাড়িয়ে দিয়েছে।


মন্দার আশঙ্কা এতটাই বেড়েছে
ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী, গোল্ডম্যান স্যাক্স গ্রুপ ইনকর্পোরেটেডের অর্থনীতিবিদরা আগামী বছর আমেরিকায় মন্দা নিয়ে তাঁদের ঝুঁকির অনুমান ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশে নিয়ে গিয়েছেন। যদিও এই আশ্বাসও দেওয়া হয়েছে যে অর্থনীতিতে মন্দার আশঙ্কা থাকলেও হঠাৎ করে বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই। গোল্ডম্যান স্যাক্সের অর্থনীতিবিদরা বিশ্বাস করেন যে মন্দার ঝুঁকি বাড়লেও, এমন অনেক কারণ রয়েছে যার কারণে মনে হচ্ছে বেকারত্ব বাড়লেও, অর্থনীতিতে হঠাৎ বড় পতন ঘটবে না।


আমেরিকায় বেকারত্বের পরিসংখ্যান
গত সপ্তাহে আমেরিকায় অর্থনীতি সম্পর্কিত কিছু উদ্বেগজনক পরিসংখ্যান সামনে এসেছে। আমেরিকায় বেকারত্বের হার ৪.৩ শতাংশে পৌঁছেছে। ২০২১ সালের অক্টোবরের পর এটি আমেরিকায় সবচেয়ে বড় বেকারত্বের পরিসংখ্যান। বেকারত্বের হারের এই বৃদ্ধি বাজারের প্রত্যাশার চেয়ে বেশি এবং এর ফলেই মন্দার আশঙ্কা তীব্র করেছে। বিশ্লেষকরা মনে করেন, বেকারত্বের ব্যাপক বৃদ্ধি আসন্ন মন্দার লক্ষণ।


আমেরিকান স্টক মার্কেটে প্রভাব:
মন্দার আশঙ্কার প্রভাবও দেখা গিয়েছে শেয়ারবাজারে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজের ফিউচারে পতন হয়েছে। এর আগে শুক্রবার, ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল গড় ৬১০.৭১ পয়েন্ট বা ১.৫১ শতাংশ কমেছিল। যেখানে S&P 500 সূচকটি ১.৮৪ শতাংশের ক্ষতিতে ছিল। Nasdaq Composite 2.43 শতাংশের ক্ষতিতে ছিল।


গোল্ডম্যান স্যাক্সের অর্থনীতিবিদরা রবিবার একটি প্রতিবেদনে বলেছেন – এখনও মন্দার ঝুঁকি সীমিত বলে মনে করছেন তাঁরা। এই মুহূর্তে কোনও বড় আর্থিক ভারসাম্য বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই। ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর অনেক সুযোগ রয়েছে এবং প্রয়োজনে ফেডারেল রিজার্ভ খুব দ্রুত সুদের হার কমাতে পারে বলে মনে করছেন তাঁরা।


সারা বিশ্বেই একাধিক শেয়ারবাজারে পতন দেখা গিয়েছে। সোমবার জাপানের শেয়ারবাজারে (japan market) ব্য়াপক ধস নামে। ৬ শতাংশ পড়ে যায় সেদেশের (japan market crash) স্টক মার্কেট। এদিন বাজার খোলার সঙ্গে সঙ্গেই ধস দেখা গিয়েছে Sensex এবং nifty 50-তে (asian markets)।



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: থানায় হামলা! পরপর খুন ১৩ পুলিশকর্মী