Vi Share Price: আজ ১৯ জুন বৃহস্পতিবার বাজার খোলার পরেই এক লাফে ২ শতাংশ বেড়ে যায় ভোডাফোন আইডিয়ার শেয়ারের দাম। যদিও তারপরেই আবার ২.৬৯ শতাংশের পতন নেমে আসে শেয়ারে। তবে এই টেলিকম অপারেটরের (Vodafone Idea) শেয়ার এখন বিনিয়োগকারীদের নজরে। জানা গিয়েছে এই সংস্থা স্যাটেলাইট কানেক্টিভিটির জন্য এএসটি স্পেসমোবাইল নামের একটি সংস্থার সঙ্গে চুক্তি করেছে। এই সংস্থা মূলত বাণিজ্যিক (Vi Share Price) ও সরকারি উভয় অ্যাপ্লিকেশনের জন্য দৈনন্দিন স্মার্টফোনের মাধ্যমে সরাসরি লোকেশন-ওরিয়েন্টেড সেলুলার ব্রডব্যান্ড নেটওয়ার্ক অ্যাক্সেসিবিলিটি দিয়ে থাকে।
আজ সকালে বাজার খোলার সময়ে ভোডাফোন আইডিয়ার শেয়ারের দাম ০.৪৬ শতাংশ কমে ৬.৫৩ টাকায় লেনদেন হচ্ছিল। আগের দিনের শেয়ারের দাম ৬.৫৬ টাকা থেকে শুরু করে ৬.৭২ টাকায় শুরু হয়েছিল। তবে এই প্রতিবেদন লেখার সময়ে ভোডাফোন আইডিয়ার শেয়ারের দামে ফের বড় পতন এসেছে। কিন্তু অনেক বিনিয়োগকারী এই স্টকে এখন সম্ভাবনা দেখছেন।
জানা গিয়েছে এই অংশীদারিত্বের ফলে ভোডাফোন আইডিয়ার জাতীয় নেটওয়ার্ককে এএসটি স্পেসমোবাইল-এর মহাকাশভিত্তিক সেলুলার প্রযুক্তির মাধ্যমে একত্রিত করবে যা কোনো বিশেষ সফটওয়্যার বা ডিভাইসের সমর্থন কিংবা আপডেটের প্রয়োজন ছাড়াই সরাসরি দৈনন্দিন স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত হবে।
এলন মাস্কের স্পেস এক্স ভারতে তাদের স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা শুরুর জন্য লাইসেন্স অনুমোদন পাওয়ার পরে পরেই এই অংশীদারিত্বের সূত্রপাত হয়েছে। ভারতে স্যাটেলাইট-টু-মোবাইল সংযোগ পরীক্ষা করার জন্য ভোডাফোন আইডিয়া এই অংশীদারিত্ব করছে এএসটি স্পেসমোবাইলের সঙ্গে। এই অংশীদারিত্বের লক্ষ্য হল ভারত জুড়ে সর্বজনীন মোবাইল কভারেজ নিয়ে আসা আর সুবিধে-বঞ্চিত অঞ্চলগুলিকেও নেটওয়ার্কের আওতায় আনা।
ভারতের ডিজিটাল ইন্ডিয়া মিশন এবং ডিজিটাল বৈষম্য দূর করার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রয়েছে এই পার্টনারশিপ। ভারতের টেলিকম বাজার যখন তাদের প্রান্তিক ব্যবহারকারীদের যথাযোগ্য সুবিধে দিতে অপারগর হচ্ছে, প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে, তখন সুবিধে-বঞ্চিত এবং ভৌগোলিকভাবে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক পরিষেবা পাঠাতে সাহায্য করবে ভোডাফোন আইডিয়া এবং স্পেসমোবাইলের এই পার্টনারশিপ।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)