নয়াদিল্লি: ফের উড়ানে বিভ্রাট, উড়ানে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ। দিল্লি থেকে লেহ্গামী উড়ানে যান্ত্রিক ত্রুটি। মাঝ আকাশ থেকে ফিরল বিমান। দিল্লিতে জরুরি অবতরণ ইন্ডিগো বিমানের। মোট ১৮০ জন ছিলেন বিমানে। গত সপ্তাহেই বৃহস্পতিবার আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন বিমানযাত্রী সহ মোট ২৬৫ জন। A320-251N এয়ারবেসের 6E2006 বিমানটি দিল্লির ইন্দিরা গাঁধী বিমানবন্দর থেকে সকাল ৬.৩০ এ গন্তব্যের উদ্দেশে পাড়ি দিয়েছিল। লেহতে ৭.৫০ এ পৌঁছানোর কথা ছিল বিমানটির।
দুদিন আগেই, দিল্লিগামী ইন্ডিগোর যাত্রীবাহী বিমানে মিলল বোমা হামলার হুমকি পাওয়া গিয়েছিল ! নাগপুর এয়ারপোর্টে ইন্ডিগোর ওই বিমানের জরুরি অবতরণ করানো হয়। বোমা হামলার হুমকি পেয়ে, কোচি থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমানকে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে। এদিন সকাল ৯ টা বেজে ২০ মিনিট নাগাদ , ইন্ডিগোর ফ্লাইট ৬ই ২৭০৬ বোমা হামলার হুমকি পাওয়ার পর নাগপুর বিমানবন্দরে স্থানান্তরিত করা হয়। শেষ অবধি পাওয়া খবরে, ইতিমধ্যেই সকল যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। করা হয়েছে তল্লাশি। এই মুহূর্তে বিষয়টি তদন্তের অধীনে রয়েছে। 'বিমানে সন্দেহজনক কিছু মেলেনি', বলে জানিয়েছেন নাগপুরের DCP।
গত সোমবার, যান্ত্রিক গোলযোগ ধরা পড়েছিল রাঁচিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে। মাঝ-আকাশ থেকেই ফেরত পাঠানো হয়েছিল দিল্লিতে। সোমবার বিকেল ৪ টে ২৫ মিনিট নাগাদ, এয়ার ইন্ডিয়ার AI 9695 দিল্লির মাটি ছেড়ে যায়। হিসেব অনুযায়ী, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটেই রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে পৌঁছে যাওয়ার কথা ছিল। সংবাদ সংস্থা IANS এর খবর অনুযায়ী, অনির্দিষ্ট প্রযুক্তিগত ত্রুটির জন্য, শেষ অবধি ওই বিমানকে দিল্লিতেই ফেরৎ পাঠানো হয় বলে নিশ্চিত করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
আমদাবাদের ঘটনাটির পর ফের এয়ার ইন্ডিয়ার বিমানে ধরা পড়েছে যান্ত্রিক ত্রুটি। সানফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বই যাচ্ছিল AI 180 উড়ান। পাইলট জানান, বিমানের বাঁ দিকের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। রাত ১২টা ৪৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বিমান। রাত ২টো নাগাদ কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল বিমানটির। মুম্বই পৌঁছনোর কথা ছিল ভোর ৪টে ৫০ মিনিটে। বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় দীর্ঘক্ষণ কলকাতা বিমানবন্দরে আটকে রয়েছে এয়ার ইন্ডিয়ার বিমান। ৫টা ২০ মিনিটে যাত্রীদের নামিয়ে আনার ঘোষণা করা হয়। পাইলট জানান, যাত্রী সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত। ঘটনাচক্রে এটিও বোয়িং বিমান।