India Pakistan Tension: ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনার আবহে আজ শুক্রবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সহ আরও বেশ কিছু ব্যাঙ্কের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে যে তাদের সমস্ত এটিএমগুলি (ATM Fact Check) সুচারুভাবেই কার্যকর রয়েছে, সমস্ত ডিজিটাল পরিষেবা কার্যকর রয়েছে আগের মতই। সম্প্রতি সমাজমাধ্যমের একটি পোস্টে দাবি করা হয়েছিল যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাকি জানিয়েছে এটিএম ও ডিজিটাল পরিষেবা ২-৩ দিনের জন্য বন্ধ থাকবে। তবে এই ভুয়ো পোস্টের দাবি নস্যাৎ করে দিয়েছে এসবিআই ও পিএনবি।

Continues below advertisement

আজ সকালেই সমাজমাধ্যমের (ATM Fact Check) একটি পোস্টের মাধ্যমে এসবিআই এবং পিএনবি জানিয়েছে যে সারা দেশে তাদের সমস্ত এটিএম এবং ডিজিটাল পরিষেবা এখনও জনসাধারণের জন্য উপলব্ধ রয়েছে। ব্যাঙ্ক অফ বরোদা, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, কানারা ব্যাঙ্কও একইরকম বিবৃতি জারি করেছে।

Continues below advertisement

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে হোয়াটসঅ্যাপে নানা ধরনের দাবি করা হচ্ছে। এমনই একটি ভুয়ো বার্তা ছড়িয়ে পড়েছিল যে আগামী ২-৩ দিন নাকি এটিএম বন্ধ থাকবে। সরকারের পক্ষ থেকে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো এই দাবির সত্যতা যাচাই করে এবং এটিকে সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটিএমগুলি সুচারুভাবেই কাজ করবে এবং এই ভারত-পাকিস্তান দ্বন্দের আবহে কোনও অননুমোদিত খবর শেয়ার করা থেকে বিরত থাকতে বলা হচ্ছে।

এটিএম নিয়ে ছড়ানো হচ্ছে ভুয়ো খবর

মানুষকে আতঙ্কিত ও অস্থির করে তোলার জন্য ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বেশ কিছু সমাজমাধ্যমে। এই খবর পাওয়ার পরেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার জন্য চেষ্টা করবে মানুষ এই উদ্দেশ্যেই এই ভুয়ো খবর ছড়ানো হচ্ছিল। এর ফলে ব্যাঙ্কগুলিতে ব্যাপক ভিড় হবে এবং সাধারণ মানুষের কাজ ব্যাহত হবে। আর তাই কোনও খবর শেয়ার করার আগে তা যাচাই করে নেওয়া খুবই জরুরি। বেশিরভাগ ক্ষেত্রেই পাকিস্তানিরা এমন সব ভুয়ো খবর ছড়িয়ে ভারতে আতঙ্ক তৈরি করার চেষ্টা করবে। পাকিস্তানের বেশ কিছু সমাজমাধ্যম হ্যান্ডলে ছড়ানো ভুয়ো খবর সম্পর্কে আগেই প্রেস ইনফরমেশন ব্যুরো সতর্কবার্তা জারি করেছিল।

প্রেস ইনফরমেশন ব্যুরো ৮ মে রাত ১০ টা থেকে ৯ মে সকাল ৬.৩০ পর্যন্ত বেশ কিছু সমাজমাধ্যমে ভাইরাল হওয়া পোস্টের তথ্য যাচাই করেছে। আর এর মধ্যে ৭টি ভিডিয়োকে ভুয়ো বলে চিহ্নিতও করেছে।