Business News: অর্থ তছরূপ মামলায় ভিভো ইন্ডিয়ার (Vivo Money Laundering Case) তিন কর্মকর্তাকে গ্রেফতারি নিয়ে এবার ভারতকে বার্তা দিল চিন (China) । বেজিং জানিয়েছে,এই বিষয়ে চিনা দূতাবাসের সুবিধা পাবে চিনের নাগরিক। জেনে নিন, আসলে কী হয়েছে ভিভোর এই মামলায়।
Vivo Money Laundering Case: গ্রেফতারি নিয়ে কী বলছে চিন
গত সপ্তাহে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) চিনা স্মার্টফোন নির্মাতা ভিভোর বিরুদ্ধে মানি লন্ডারিং তদন্তের জন্য ভিভো-ইন্ডিয়ার তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তারের পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছে চিন। সোমবার (২৫ ডিসেম্বর) বলেছে, যে তারা ভারতে গ্রেফতার হওয়া ভিভো কর্মীদের কনস্যুলার অ্যাক্সেস দেবে। কনস্যুলার অ্যাক্সেস বলতে কনস্যুলেটের অধীনে পাঠানো সহায়তা বোঝায়।
চিন বলেছে, তারা চিনা কোম্পানিগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেছেন, "চিন এই বিষয়ে নজর রাখছে। ভারতে চিনা দূতাবাস এবং কনস্যুলেটগুলি আইন অনুসারে সংশ্লিষ্ট ব্যক্তিদের সুরক্ষা এবং সহায়তা দেবে।"
Vivo Money Laundering Case : ভারতকে কী বার্তা
ভারতকে দেওয়া বার্তায় চিনের সরকার জানিয়েছে, চিনা কোম্পানিগুলির বৈধ অধিকার এবং স্বার্থ রক্ষার বিষয়টি সমর্থন করে তারা। ভারত যেন দুই দেশের মধ্যে যে বাণিজ্য সহযোগিতারা পরবিশে রয়েছে সেটা উপলব্ধি করে। পাশাপাশি এই মামলায় একটি ন্যায্য, ন্যায়সঙ্গত, স্বচ্ছ এবং অ-বৈষম্যহীন ব্যবসার পরিবেশ তৈরি করে।
কীসের অভিযোগে এত বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত ?
ভিভোর বিরুদ্ধে মানি লন্ডারিং মামলার চার্জশিটে ইডি বলেছে, সংস্থাটি 2014 থেকে 2021 সাল পর্যন্ত শেল বা ভুঁইভোঁড় সংস্থার মাধ্যমে বিদেশে 1 লক্ষ কোটি টাকা কালো টাকা পাঠিয়েছে।
Vivo Money Laundering Case : কারা গ্রেফতার হয়েছিল?
ভিভো-ইন্ডিয়ার ইন্টারিম সিইও হং জুকুয়ান ওরফে টেরি, সিএফও হরিন্দর দাহিয়া এবং উপদেষ্টা হেমন্ত মুঞ্জালকে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) আইনের অধীনে গ্রেফতার করা হয়েছে।
আগে কাদের গ্রেফতার করা হয়েছিল
এই মামলায় এর আগে চারজনকে গ্রেফতার করেছিল ইডি। এর মধ্যে রয়েছে মোবাইল কোম্পানি লাভা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক হারিওম রাই, চিনা নাগরিক গুয়াংওয়েন ওরফে অ্যান্ড্রু কুয়াং এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নীতিন গর্গ এবং রাজন মালিক। বর্তমানে তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।
December 31 deadline: ৩১ ডিসেম্বরের মধ্যে MF,ডিম্যাট অ্যাকাউন্টে নমিনি যোগ না করলে কী হবে ?