নয়া দিল্লি: এয়ারটেলের (Airtel) পর এবার প্রিপেইড প্ল্যানের (Prepaid Plan) দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম বড় টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া (Vodafone-Idea)। সংস্থার তরফে প্রকাশ করা হবে তাদের নতুন প্ল্যান। আগামী ২৫ নভেম্বর থেকে লাগু হবে এই নতুন প্ল্যান, এমনটাই জানান হয়েছে।  


এয়ারটেলের পর ভোডাফোনের এইভাবে মূল্যবৃদ্ধি দেখে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। এদিকে, গতকালই ভারতের বহুল ব্যবহৃত মোবাইল নেটওয়ার্ক এয়ারটেল ঘোষণা করেছে প্রিপেইড প্ল্যানে দাম বৃদ্ধির কথা। এবার থেকে মোবাইল ফোন ব্যবহারের জন্য বাড়তি খরচ করতে হবে। সংস্থা জানিয়ে দিয়েছে, বিভিন্ন ট্যারিফ বাড়াতে চলেছে সংস্থা।২৫ শতাংশ খরচ বাড়াতে চলেছে এয়ারটেল। মানে এক ধাক্কায় অনেকটাই খরচ বেড়ে যাচ্ছে। ২৬ নভেম্বর থেকে তাদের নয়া ট্যারিফ চালু হবে। মানে দিন কয়েক পর থেকে আরও বেশি করে খরত দিতে হবে এয়ারটেল মোবাইল পরিষেবা ব্যবহারকারীদর। এবার সেই একই পথে হাঁটল ভোডাফোন।


৭৯ টাকার প্ল্যান বদলে গিয়ে দাঁড়িয়েছে ৯৯ টাকায়। বৈধতা থাকবে আগের মতোই ২৮ দিন। পেয়ে যাবেন ২০০ এমবি ডেটা, ৯৯ টাকার টকটাইম। ১৪৯ টাকার টকটাইম বদলে গিয়ে দাঁড়িয়েছে ১৭৯ টাকায়। বৈধতা থাকবে ২৮ দিন। পেয়ে যাবেন আনলিমিটেড কলিং, ৩০০ এসএমএস, দু জিবি ডেটা। অন্যদিকে, ২১৯ টাকার টকটাইম বদলে গিয়ে দাঁড়িয়েছে ২৬৯ টাকাতে। ২৮ দিন থাকবে। পেয়ে যাবেন আনলিমিটেড কলিং,  ১ জিবি করে ডেটা প্রতিদিন।


আরও পড়ুন, ফের বাড়ছে ফোনের খরচ, প্রিপেডের চার্জ বৃদ্ধি করছে এয়ারটেল


২৪৯ টাকার টকটাইম বদলে গিয়ে দাঁড়িয়েছে ২৯৯। ২৯৯ টাকার টকটাইম হচ্ছে ৩৫৯ টাকা। বৈধতা থাকবে ২৮ দিন। পেয়ে যাবেন আনলিমিটেড কলিং, ১০০ টি মেসেজ করার সুযোগ প্রত্যেকদিন, ২ জিবি করে ডেটা প্রত্যেকদিন। ৩৯৯টাকার টকটাইম বদলে গেছে ৪৭৯ টাকা, বৈধতা থাকবে ৫৬ দিন।  ৪৮ টাকা রিচার্জ বদলে গিয়ে দাঁড়িয়েছে ৫৮ টাকায়। থাকবে ২৮ দিন। পেয়ে যাবেন ৩ জিবি ডেটা। ৯৮ টাকা রিচার্জ বদলে গেছে ১১৮ টাকায়। থাকবে ২৮ দিন। পেয়ে যাবেন ১২ জিবি ডেটা।


৩৭৯ টাকার টকটাইম বদলে গেছে ৪৫৯ টাকায়। বৈধতা থাকবে ৮৪ দিন। পেয়ে যাবেন আনলিমিটেড কলিং, পেয়ে যাবেন ৬ জিবি ডেটা। ৫৯৯ টাকার টকটাইম বদলে দাঁড়াবে ৭১৯ টাকায়। ৮৪ দিন বৈধতা থাকবে। দেড় জিবি করে ডেটা প্রত্যেকদিন। ৬৯৯ টাকা বদলে গিয়ে দাঁড়াবে ৮৩৯ টাকায়। পেয়ে যাবেন ৮৪ দিন বৈধতা। সঙ্গে পাবেন আনলিমিটেড কলিং, ১০০ টি মেসেজ করার সুযোগ প্রত্যেকদিন, ২ জিবি করে ডেটা প্রত্যেকদিন।