নয়াদিল্লি: ভারতের বাজারে নতুন মডেলের গাড়ি আনতে চলেছে জার্মান সংস্থা ভোক্সওয়াগন। এর আগে প্রথমে ‘পোলো’ এবং পরে ‘ভেন্ট্রো’ এনেছে এই জার্মান গাড়ি প্রস্তুতকারী সংস্থা। এরপর আসতে চলেছে এসইউভি। ভবিষ্যতে ভারতের বাজারে দেখা যাবে ভোক্সওয়াগনের সেডান সহ বিভিন্ন ধরনের গাড়ি। সঙ্গে অন্যান্য মডেলগুলিও থাকছে।
ভোক্সওয়াগনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দু’বছরের মধ্যে চারটি নতুন এসইউভি আনা হবে ভারতের বাজারে। ইতিমধ্যেই আনা হয়েছে ‘টি-রক’ ও ‘টিগুয়ান অল-স্পেস’। এই দু’টি গাড়ি নতুন করে বাজারে ছাড়া হবে। তাছাড়া আরও দু’টি নতুন মডেল আসছে ভারতের বাজারে। এই দু’টি মডেল হল ‘টিগুয়ান’ ও ‘টাইগান’।
ভারতের বাজারে ‘টাইগান’ কমপ্যাক্ট এসইউভি আসার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন গাড়িপ্রেমীরা। ‘টাইগান’ ভারতের জন্যই তৈরি হওয়া এসইউভি। বিশেষজ্ঞদের মতে, ভারতের বাজারে ‘ক্রেটা’ ও ‘সেল্টস’-এর সঙ্গে পাল্লা দেবে ভোক্সওয়াগনের এই নতুন এসইউভি।
ভোক্সওয়াগন সূত্রে জানা গিয়েছে, ‘টাইগান’-ই সবচেয়ে এখনও পর্যন্ত ভারতের বাজারে আসা সবচেয়ে বেশি ফিচার সমৃদ্ধ গাড়ি। ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই গাড়ি তৈরি করা হয়েছে। এই গাড়িতে ১.০ টিএসআই ও ১.৫ টিএসআই ইঞ্জিন থাকছে। ডুয়াল-ক্লাচ অটোমেটিক এবং ম্যানুয়াল-দু’টি প্রযুক্তিই থাকবে বলে শোনা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এই গাড়ি ভারতের বাজারে এলে তবেই সব ফিচারের বিষয়ে জানা যাবে।
এ বছরের অগাস্টে ভারতের বাজারে আসতে পারে নতুন ‘টিগুয়ান’। এই গাড়ি ৫ আসনবিশিষ্ট এসইউ। ‘টিগুয়ান অল-স্পেস’ বিদেশে তৈরি হলেও, নতুন ‘টিগুয়ান’ তৈরি হবে ভারতেই।
নতুন ‘টিগুয়ান’ বা ভোক্সওয়াগনের অন্যান্য মডেলগুলির দাম কত হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
গত বছর ভোক্সওয়াগনের পক্ষ থেকে জানানো হয়, ভারতের বাজারে আনা হচ্ছে বিদ্যুৎচালিত গাড়ি। পরিবেশ দূষণের কথা মাথায় রেখে এখন অনেক সংস্থাই বিদ্যুৎচালিত গাড়ি বাজারে আনছে। এক্ষেত্রে ভোক্সওয়াগনও পিছিয়ে নেই।