Voter ID Card Photo Change: আপনি চাইলে ঘরে বসেই এবার থেকে ভোটার আইডি-র ছবি বদলাতে পারবেন। অনলাইনে সহজেই সম্পন্ন করতে পারবেন এই প্রক্রিয়া। রইল প্রতিটি ধাপ।


EPIC Card: দু'ভাবেই এই আইডি তৈরি করা যাবে
আধার কার্ডের পাশপাশি দেশে ভোটার আইডি কার্ডও একটি গুরুত্বপূর্ণ নথি। এই কার্ডের মাধ্যমে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। ভারতের নির্বাচন কমিশন (Election Commission Of India)১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের ভোটার আইডি কার্ড তৈরি করার সুবিধা দেয়। আপনি অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই আবেদন করে সহজেই এই আইডিটি তৈরি করতে পারেন।


Voter ID Card: ভোটার আইডি কার্ডে ছবি আপডেট করা যাবে
অনেক সময় ভোটার আইডি কার্ডে কিছু ভুল হয়ে থাকে। কিছু ক্ষেত্রে ঝাপসা ফটোর কারণে সমস্যা হয় গ্রাহকের। এক্ষেত্রে আইডি প্রুফ হিসেবে ব্যবহার করতে সমস্যায় পড়তে হয়। আপনি যদি আপনার ভোটার আইডিতে ফটো পরিবর্তন করতে চান,তাহলে এটি সহজেই করতে পারেন। এর জন্য আপনাকে কোনও অফিসে যেতে হবে না। জেনে নিন, ভোটার আইডি কার্ডে ছবি বদলানোর উপায়।


অনলাইনে ভোটার আইডি কার্ডে পরিবর্তন করুন এইভাবে
1. আপনি যদি আপনার ভোটার আইডি কার্ডে ছবি পরিবর্তন করতে চান তাহলে প্রথমে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল https://www.nvsp.in/-এ যান।
2. এখানে আপনি ভোটার আইডি সংশোধন করার বিকল্পটি দেখতে পাবেন। এতে ক্লিক করলে আপনাকে ভোটার বন্ধু চ্যাটবটে পাঠানো হবে।
3. এর পরে আপনার কাছে ভোটার আইডি নম্বর চাওয়া হবে যা এখানে পূরণ করতে হবে। যদি আপনার ভোটার আইডি নম্বর না থাকে তাহলে I don't have voter ID number এ ক্লিক করুন।
4. ভোটার আইডি নম্বর না থাকলে আপনাকে ভোটার তালিকার বিবরণ পূরণ করতে হবে। এর পরে আপনার এলাকার ভোটার আইডি তালিকা আপনার সামনে খুলে যাবে। যেখান থেকে আপনাকে আপনার ভোটার আইডি বেছে নিতে হবে।
5. এর পরে আপনাকে ভোটার আইডি সংশোধনের কারণ জিজ্ঞাসা করা হবে, যার উত্তর আপনাকে অবশ্যই দিতে হবে।
6. এই পর্বে আপনাকে আরও বিশদে বিবরণ পূরণ করতে হবে। এতে আপনাকে আধার নম্বরও লিখতে হবে।
7. এবার আপনাকে ফটো পরিবর্তন করতে নতুন ফটো আপলোড করতে হবে। এর পর Continue অপশনে ক্লিক করুন।
8. অবশেষে, একটি রেফারেন্স আইডি তৈরি করা হবে, যাতে আপনি আপনার স্ট্যাটাস পরীক্ষা করতে পারবেন। এর পরে, ছবিটি শীঘ্রই ভোটার আইডিতে আপডেট করা হবে।


আরও পড়ুন: LIC Policy সারেন্ডার করলেই সব টাকা পাবেন, কী বলছে নিয়ম ?