Twitter: ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজের খেয়ালে রয়েছেন ইলন মাস্ক (Elon Musk)। মাইক্রোব্লগিং মাধ্যমের সিইও পদে আসীন হওয়ার পরেই ব্যাপক হারে কর্মী ছাঁটাই করে ওয়ার্ক ফোর্স প্রায় ৫০ শতাংশ কমিয়ে দিয়েছিলেন তিনি। এবার এক নতুন কাণ্ড করেছেন ইলন মাস্ক। সম্প্রতি নিজেই ট্যুইট করে জানিয়েছেন যে ট্যুইটারে তিনি যাঁদের ব্লক করে দিয়েছিলেন তাঁদের আনব্লক করেছেন। কারণ তাঁর কাছে নেতিবাচক প্রতিক্রিয়াও ভাল বিষয়। তাই যত ইউজারের অ্যাকাউন্ট তিনি ট্যুইটারে ব্লক করেছিলেন সকলকেই আনব্লক করেছেন ইলন মাস্ক। তবে এই তালিকা থেকে বাদ রয়েছেন স্ক্যামাররা। অন্যদিকে ট্যুইটারের অন্যান্য ইউজারদেরও এভাবে আনব্লকের পরামর্শ দিয়েছেন ইলন মাস্ক। 


প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ট্যুইটার সংঘাত


মাঝে শোনা গিয়েছিল, ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন ট্যুইটারের নতুন মালিক ইলন মাস্ক (Elon Musk)। এই কাজের কয়েকদিন আগেই ট্যুইটারে একটি পোল করেছিলেন জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের নয়া সিইও। সেখানে জানতে চাওয়া হয়েছিল ট্যুইটারে ডোনাল্ড ট্রাম্পকে ফেরানো উচিত, নাকি নয়। সেই ট্যুইটার পোলে প্রায় ১৫ মিলিয়ন ইউজার ডোনাল্ড ট্রাম্পকে এই প্ল্যাটফর্মে ফিরিয়ে আনার পক্ষে ভোট দিয়েছিলেন। অবশেষে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ট্যুইটারে ফেরানো হয়েছে।


তবে ফিরতে চাননি ট্রাম্প


ইলন মাস্ক ট্যুইটার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে আনলেও এই মাইক্রোব্লগিং মাধ্যমে আর ফিরতে চাননি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। নিজেই সেকথা ঘোষণা করেছিলেন। তাঁর কথায় এখন আর ট্যুইটারে ফিরে আসার কোনও কারণ খুঁজে পাচ্ছেন না তিনি। তাই আর নতুন করে ট্যুইটারে ফিরতে চান না। এর পাশাপাশি তিনি জানিয়েছিলেন যে আগামী দিনে তাঁকে দেখা যাবে নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Truth Social-এ। ট্রাম্পের নিজস্ব সংস্থা Trump Media & Technology Group (TMTG) এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করেছে।  প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারি মাসে ইউএস ক্যাপিটালের সংঘর্ষ সম্পর্কে আপত্তিজনক ট্যুইট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময়েই তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছিল। 


ভারতে অফিস বন্ধের পরেও ট্যুইটারে চলছে কর্মী ছাঁটাই, আগামী দিনে আরও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা


এখনও কর্মী ছাঁটাই (Layoffs) চলছে ট্যুইটারে (Twitter)। সম্প্রতি ভারতে ট্যুইটার সংস্থা তাদের দুটো অফিস বন্ধ করেছে। তারপরেও শোনা যাচ্ছে, কর্মী ছাঁটাই করছে ইলন মাস্কের সংস্থা। শোনা গিয়েছে, বর্তমানে ট্যুইটার কর্তৃপক্ষ সেলস এবং অন্যান্য বিভাগ থেকে কর্মী ছাঁটাই করছে। ভারতে দুটো অফিস বন্ধ করেছে ট্যুইটার কর্তৃপক্ষরা। 


আরও পড়ুন- ব্লুটুথ কলিং ফিচার নিয়ে ভারতে হাজির নয়েজ সংস্থার নতুন স্মার্টওয়াচ, দাম কত? কী কী ফিচার রয়েছে