Koo App: ক্রমশ জনপ্রিয় হচ্ছে কু অ্যাপ (Koo App)। শুরুর সময় থেকেই রাজনীতিক মহলে জনপ্রিয়তা পেয়েছিল ভারতের নিজস্ব এই অ্যাপ। এবার সেই অ্যাপেই যুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নভেম্বর মাসে কু অ্যাপে যোগ দিয়েছেন তিনি। তাঁর কু হ্যান্ডেলটি হল @Mamtaofficial। সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যম যেমন- ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ট্যুইটারে যথেষ্ট সক্রিয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এবার কু অ্যাপেও মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে সক্রিয় ভাবে পাওয়া যাবে।


৫০ লক্ষ গ্রামীণ পরিবারে পরিষ্কার পানীয় জল সরবরাহের একটি প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এই পরিবারগুলিতে কল সংযোগ করার কথাও জানিয়েছিলেন তিনি। কু অ্যাপে যুক্ত হওয়ার পর প্রথম পোস্টে এই প্রকল্পের সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানিয়েছেন তিনি।


কু অ্যাপে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন সংস্থা সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা অপ্রমেয়া রাধাকৃষ্ণ। তিনি জানিয়েছেন সর্বভারতীয় ত্রিণমূল কংগ্রেসের অন্যান্য অনেক নেতা ইতিমধ্যেই কু অ্যাপে যুক্ত হয়েছেন। এমনকি AITC- র অফিশিয়াল কু হ্যান্ডেলও রয়েছে। এবার এই মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়ে তাঁরা সকলেই খুশি। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালিরা এবং দেশবাসীও কু অ্যাপের মাধ্যমে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কর্মসূচির ব্যাপারে অবগত হবেন। সামাজিক প্রতিনিধি হিসেবে মাননীয়া অত্যন্ত জনপ্রিয়। লক্ষ লক্ষ অনুগামী রয়েছে তাঁর। এবার সেই অনুগামীরাই স্থানীয় ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কিত বিভিন্ন আপডেট পেয়ে যাবেন সঠিক সময়ে।


কু অ্যাপের খুঁটিনাটি


কু অ্যাপের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এখানে আঞ্চলিক ভাষায় অর্থাৎ স্থানীয় ভাষায় আপডেট পাওয়া সম্ভব। আর সেই জন্যই লঞ্চ করার পর থেকে ক্রমশ জনপ্রিয় হয়ে এই অ্যাপ। পরিসংখ্যান অনুসারে কু অ্যাপ লঞ্চের আড়াই বছরের মধ্যে এই অ্যাপ ডাউনলোড করেছেন ৫০ মিলিয়ন ইউজার। বর্তমানে এই সংখ্যা পার হয়ে গিয়েছে। আরও বেশি ভারতবাসীকে এই অ্যাপে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। দেশের বিশিষ্ট ব্যক্তিদেরও কু অ্যাপে যোগদানের জন্য নিমন্ত্রণ জানানো হয়েছে।


কু অ্যাপে ১০টি ভারতীয় ভাষার সাপোর্ট রয়েছে। অর্থাৎ ভারতের মোট ১০টি আঞ্চলিক ভাষার সাহায্যে কু অ্যাপের মাধ্যমে সংযোগ স্থাপন করতে পারবেন ইউজাররা। বর্তমানে কু অ্যাপে ইংরেজির পাশপাশি বাংলা, হিন্দি, অহমিয়া, তামিল, তেলুগু, মারাঠি, কন্নড়, গুজরাতি এবং পাঞ্জাবি ভাষার সাপোর্ট রয়েছে। অর্থাৎ নিজের মাতৃভাষায় কু অ্যাপে আপডেট দেওয়ার সুযোগ থাকছে। ইতিমধ্যেই কু অ্যাপে যুক্ত হওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা নিজেদের অনুগামীদের সঙ্গে আঞ্চলিক ভাষাতেই সংযোগ স্থাপন করেছেন। এক্ষেত্রে সাহায্য করবে কু অ্যাপের মাল্টি ল্যাঙ্গুয়েজ ফিচার যাকে বলা হয় Multi Language Koo।


বেশ কিছু গুরুত্বপূর্ণ সর্বভারতীয় রাজনৈতিক দল এবং আঞ্চলিক দলের অনেক নেতা ইতিমধ্যেই কু অ্যাপে যোগদান করেছেন। ১৮০০- র বেশি রাজনৈতিক ব্যক্তিত্ব যুক্ত হয়েছেন এই অ্যাপে। এর পাশাপাশি ৭৫০০- র বেশি বিভিন্ন ক্ষেত্রেই বিশিষ্ট ব্যক্তিরা কু অ্যাপে যোগ দিয়েছেন। এছাড়াও এক লক্ষের বেশি ইউজার গত ৬ মাসের মধ্যে বিনামূল্যে তাদের ভেরিফায়েড অ্যাকাউন্ট পেয়েছেন। কয়েক সেকেন্ডের মধ্যেই এই কাজ সম্পন্ন হয়েছে।


সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কু লঞ্চ হয়েছিল ২০২০ সালের মার্চ মাসে। ভারতীয়রা নিজেদের মাতৃভাষায় এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে নিজেদের মতামত প্রকাশ করতে পারেন। এই প্ল্যাটফর্মে রয়েছে ট্রান্সলেশনের ফিচার। রিয়েল টাইমে একাধিক ভারতীয় ভাষায় একটি পোস্ট ট্রান্সলেট করা সম্ভব এই ফিচারের সাহায্যে। এর ফলে অনেক বেশি সংখ্যক ইউজার এখানে যুক্ত হন।


১৮ জন মুখ্যমন্ত্রী এবং ৯ জন CMOs ইতিমধ্যেই কু অ্যাপে অ্যাক্টিভ হয়েছেন। ১৮০০-র বেশি রাজনীতিবিদ ইতিমধ্যেই কু অ্যাপে যুক্ত হয়েছেন। কেন্দ্র এবং রাজ্য মিলিয়ে ১১০০-র বেশি সরকারি অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাপে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টির অফিশিয়াল অ্যাকাউন্ট ছাড়াও কু অ্যাপে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও AITC ত্রিপুরা এবং AITC গোয়ার অ্যাকাউন্ট রয়েছে কু অ্যাপে।