Continues below advertisement

Gold Price :  বিয়ের মরশুম শুরু হতেই সোনার দোকানে বেড়েছে ভিড়। এর মধ্যে বার বার বদলাচ্ছে সোনার দাম (Gold Rate)। আগের থেকে এখন আবার কিছুটা বেড়েছে সোনার দাম।    আজ লক্ষ্মীবারে কী হয়েছে সোনার দামে। কত চলছে রাজ্যের গোল্ড রেট। 

আজকের সোনার সকালের দাম ( ২৭ নভেম্বর ২০২৫)          

Continues below advertisement

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১২৫৫৩
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১১৯২৫
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১১৪২৩
১৮ ক্যারেট ১ গ্রাম ৯৭৯০
রুপো (৯৯৯) ১ কেজি ১৬২১২০

আজকের সোনার সকালের দাম ( ২৬ নভেম্বর ২০২৫)          

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১২৫৬২
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১১৯৩৫
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১১৪৩১
১৮ ক্যারেট ১ গ্রাম ৯৮০০
রুপো (৯৯৯) ১ কেজি ১৫৮১৩৫

*Above rates are without 3% GST            

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। 

ভারতের মতো দেশে সোনা শুধু বিনিয়োগের মাধ্যম নয়, বরং পারিবারিক ঐতিহ্যের প্রতীক।  বিয়ের মতো অনুষ্ঠানে সোনার গয়না অপরিহার্য বলে মনে করা হয়। এছাড়াও মনে করা হয় , সোনার গয়না পরবর্তীতে সহায়ক হতে পারে। আজ থেকে ২৫ বছর আগে অর্থাৎ ২০০০ সালে ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ৪,৪০০ টাকা, যা এখন ১.২৫ লক্ষ পর্যন্ত পৌঁছেছে। যদি বছর বছর সোনার দাম দেখা যায়, তাহলে ২০০০ থেকে ২০২৫ সালের মধ্যে এটি প্রতি বছর গড়ে ২৫ থেকে ৩৫ শতাংশের কাছাকাছি রিটার্ন দিয়েছে। এমতাবস্থায়, বিশেষজ্ঞরা আগামী বছরগুলোতেও এর দামে দারুণ রিটার্ন পাওয়ার সম্ভাবনা দেখছেন। সুতরাং, আজকের দামে যদি ৫ লক্ষ টাকার সোনা কেনা হয়, তাহলে এর থেকে দ্বিগুণেরও বেশি রিটার্ন উপার্জন করা যেতে পারে। 

নোট: সোনার দাম বাজারের উত্থান-পতনের উপর নির্ভর করে। এই রিপোর্ট বিনিয়োগকারীদের মতামত, বাজারের প্রবণতা এবং কিছু রিপোর্টের ভিত্তিতে লেখা হয়েছে। এবিপি নিউজ এর ভিত্তিতে বিনিয়োগের পরামর্শ দেয় না। সোনায় বিনিয়োগের আগে আর্থিক বিশেষজ্ঞ এবং বিনিয়োগকারীদের পরামর্শ অবশ্যই নিন।