Gold Rate Today: গতকাল সোনার দাম অনেকটাই বেড়ে গিয়েছিল বাংলার বাজারে। তবে আজ ৯ জুলাই বুধবার সোনার দামে ফের পতন এসেছে। গতকালের দামের থেকে এক ভরিতে প্রায় ৫০০ টাকা কমে গিয়েছে সোনার দাম। ২৪ ক্যারাট, ২২ ক্যারাট কিংবা ১৮ ক্যারাট সমস্ত রকম সোনার দামেই এসেছে পতন। সোনা কিনতে আজ বেশ অনেকটাই কম খরচ হবে। আজ সস্তায় গয়না গড়ানোর (Gold Rate Today) সুযোগ রয়েছে। দেখুন আজকের রেটচার্টে কী বদল এসেছে ? কতটা সাশ্রয় হবে আজ সোনা কিনলে ?
এক নজরে আজকের সোনার দাম (৯ জুলাই) :
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৯৬১৭ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৯১৩৫ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৮৭৫১ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ৭৫০০ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ১০,৭৭,৪৭ |
এই রেটচার্ট পাওয়া গিয়েছে, *১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। এর সঙ্গে ৩ শতাংশ জিএসটি যুক্ত হবে।
দেশে সোনা কেনাকে শুভ হিসাবে ধরা হয়
যে কোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনাই (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ। এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর দামের দিকে চোখ যায় না যাঁর। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রূপার দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে? দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়।
সোনার গয়না কেনার সময় হলমার্ক দেখে নেওয়া জরুরি
সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে। গয়নার সোনা পুরোপুরি খাঁটি হয় না। সোনার সঙ্গে অন্য কী ধাতু মেশানো হচ্ছে তার উপর নির্ভর করেই সোনার রং বদলে যায়। যেমন White Gold-এর ক্ষেত্রে সাধারণত রূপো বা প্যালাডিয়াম ব্যবহার করা হয়। রোজ গোল্ড তৈরিতে ব্যবহার হয় তামা।