Food App: বাজারে আসতেই পড়ে গিয়েছে আলোড়ন। সুইগি, জোম্যাটোর থেকেও সস্তায় খাবার দিচ্ছে ONDC। সোশ্যাল মিডিয়ায়, ONDC-র মাধ্যমে সস্তা খাবারের অর্ডারের স্ক্রিনশট শেয়ার করছেন ব্যবহারকারীরা। ONDC হল একটি ওপেন প্রোটোকল ভিত্তিক ওপেন টেকনোলজি নেটওয়ার্ক, যা বাজারে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে। সম্প্রতি কিছুদিনের মধ্য়েই এই প্লাটফর্ম খুচরো খাদ্য ও পানীয় (F&B) মুদিখানার বিভাগে ৫০০০ দৈনিক অর্ডার অতিক্রম করেছে৷ এই পরিসংখ্যানই বলে দিচ্ছে প্লাটফর্মের জনপ্রিয়তা।


সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সস্তায় অর্ডারের স্ক্রিনশট
ইতিমধ্যেই ব্যবহারকারীরা তাদের অর্ডারগুলির স্ক্রিনশট ট্যুইটারে শেয়ার করেছে। যেখানে দেখা যাচ্ছে, Swiggy/ Zomato, ONDC থেকে বার্গার অর্ডার করলে দামের পার্থক্য হচ্ছে ৬০ শতাংশ।  Swiggy/ Zomato প্রায় ২৮২ টাকায় একটি বার্গার অফার করেছে, যেখানে ONDC প্রায় ১০৯ টাকায় একই বার্গার অফার করেছে। 


ONDC আসলে কী ?
এটি ওপেন প্রোটোকলের উপর ভিত্তি করে একটি ওপেন টেকনোলজি নেটওয়ার্ক যা যেকোনও নেটওয়ার্ক-সাপোর্টেড অ্যাপ্লিকেশনে চলে। এখানে মুদিখানার সামগ্রী, খাবারের অর্ডার ডেলিভারি, হোটেল বুকিং ও ভ্রমণের মতো বিভাগগুলির সুবিধা নেওয়া যায়।


এই প্ল্যাটফর্মে ক্রেতা, বিক্রেতা অন্য কোনও অ্যাপ্লিকেশন ব্যবহার করুক না কেন, একে অপরের সঙ্গে অনলাইনে যোগাযোগ ও লেনদেন করতে পারে।  লেনদেনের জন্য ক্রেতা ও বিক্রেতাদের একই প্ল্যাটফর্ম বা একই মোবাইল অ্যাপ ব্যবহার করতে হবে না। তারা বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবসায়িক লেনদেন করতে পারে।


কীভাবে ONDC ব্যবহার করবেন?


1: ONDC-এর মাধ্যমে অর্ডার দেওয়ার জন্য একজনকে ONDC ওয়েবসাইট - https://ondc.org/-এ যেতে হবে।


2: ওয়েবসাইট দেখার পর, হোমপেজে ‘শপ অন ONDC’ ট্যাবে ক্লিক করুন।


3: একটি প্ল্যাটফর্ম নির্বাচন করুন যার মাধ্যমে আপনি অর্ডার করতে চান এবং ‘Shop Now’-তে ক্লিক করুন। বর্তমানে এর প্ল্যাটফর্মগুলির মধ্য়ে Paytm, Mystore, Craftsvilla, To Life Bani, Meesho, Pincode, maginpin রয়েছে।


4: এখন, আপনি যে আইটেমগুলি চান তা নির্বাচন করুন ও অন্যান্য প্ল্যাটফর্মের মতো অর্ডার করুন৷


5: টাকা জমা দিলেই কাজ শেষ।


বর্তমানে বেড়েই চলেছে ফুড ডেলিভারি সিস্টেমের ব্যবসা। বিশেষ করে সুইগি, জোম্যাটোর প্লাটফর্ম তৈরি হওয়ায়, দেশে অনলাইনে খাবার অর্ডারের চাহিদা বেড়েছে। এবার সেই বাজারে প্রভাব ফেলতে পারে ONDC 


আরও পড়ুন : Government On Diesel Ban: ২০২৭ সালের মধ্যে বন্ধ হয়ে যাবে ডিজেল কার ! সরকারি কমিটি বলছে কী ?