নয়াদিল্লি: সুদীপ্ত সেন (Sudipto Sen) পরিচালিত 'দ্য কেরালা স্টোরি'র (The Kerala Story) ট্রেলার প্রকাশের পর থেকেই শুরু হয় বিতর্ক। তা সত্ত্বেও বৃহস্পতি তুঙ্গে এই ছবির। প্রথম দুই দিনের মতোই তৃতীয় দিনেও দুর্দান্ত ব্যবসা (Box Office Collection) করল এই ছবি। ৫ মে ছবিটি মুক্তি পায়।
তৃতীয় দিনে কত টাকার ব্যবসা করল 'দ্য কেরালা স্টোরি'
গত ৫ মে মুক্তি পায় সুদীপ্ত সেন পরিচালিত ছবি 'দ্য কেরালা স্টোরি'। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আদাহ্ শর্মা, যোগিতা বিহানি, সিদ্ধি ইদনানি, সোনিয়া বালানি। তৃতীয় দিন অর্থাৎ মুক্তির পর প্রথম রবিবার এই ছবি ১৬ কোটি টাকার ব্যবসা করে। অর্থাৎ ৫ মে মুক্তির পর থেকে এই ছবি মোট ৩০ কোটি টাকার ব্যবসা করেছে।
সোমবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেন ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। তিনি লেখেন, 'দ্য কেরালা স্টোরি একেবারে অপ্রতিরোধ্য এবং অনড়... দুর্দান্ত ব্যবসা দ্বিতীয় ও তৃতীয় দিনে সুপারহিট... হলিউডের গট জি ভল ৩ ও আইপিএল ২০২৩ থাকা সত্ত্বেও এগিয়ে চলেছে এই ছবি... শুক্রবার ৮.০৩ কোটি টাকা, শনিবার ১১.২২ কোটি টাকা ও রবিবার ১৬ কোটি টাকা, মোট: ৩৫.২৫ কোটি টাকার ব্যবসা।' তাঁর ট্যুইটের স্পষ্ট শনিবার এই ছবির ব্যবসা বৃদ্ধি পায় ৩৯.৭৩ শতাংশ, রবিবার ব্যবসা বৃদ্ধি পায় ৪২.৬০ শতাংশ। সোমবার এই ছবির ব্যবসা কোথায় গিয়ে দাঁড়ায় সেই দিকেই তাকিয়ে দর্শক।
নির্মাতাদের মতে 'দ্য কেরালা স্টোরি' প্রায় ৩২ হাজার মহিলার কেরল থেকে অদৃশ্য হয়ে যাওয়ার গল্প বলে যাঁদের ধর্মান্তকরণ করানো হয় এবং একাধিক সন্ত্রাসবাদী সংগঠনে পাঠিয়ে দেওয়া হয়। 'দ্য কেরালা স্টোরি'র প্রযোজনা করে বিপুল অম্রুতলাল শাহের সংস্থা 'সানশাইন পিকচার্স প্রাইভেট লিমিটেড'। তিনিই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর ও সহ-রচয়িতা।
আরও পড়ুন: Skin Care With Coffee: স্ক্রাব হোক বা মাস্ক, ত্বকের যত্নে ঠিক কীভাবে ব্যবহার করবেন কফি?
প্রসঙ্গত, ইতিমধ্যেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এই ছবিকে সে রাজ্যে করমুক্ত ঘোষণা করেছেন। অজস্র বিতর্কের মাঝেও ৫ মে এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি। অনেকেই যেমন এটিকে 'প্রপাগান্ডা ফিল্ম' বলে দেগেছেন, তেমনই অপর একাংশ এই ছবিকে 'দুর্দান্ত' বলছেন। এরই মধ্যে, সূত্রের খবর, বিজেপি মন্ত্রী রাহুল কোঠারি মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানকে চিঠি লেখেন যাতে সে রাজ্যে এই ছবিকে করমুক্ত ঘোষণা করা হয়। ৬ মে, ছবিটি করমুক্ত করার কথা ট্যুইটের মাধ্যমে ঘোষণা করেন শিবরাজ সিংহ চৌহান। 'সন্ত্রাসবাদের ভয়ঙ্কর সত্যকে সামনে এনেছে 'দ্য কেরালা স্টোরি' ছবিটি। এই ছবি সকলের দেখা উচিত। মধ্যপ্রদেশে এই ছবিকে করমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।