Soham Parekh: সোহম পারেখ একজন ভারতীয় ইঞ্জিনিয়ার যিনি বর্তমানে আমেরিকার সংবাদপত্রের শিরোনাম হয়ে উঠেছেন সম্প্রতি। জানা গিয়েছে এই ইঞ্জিনিয়ার তরুণ একসঙ্গে একাধিক মার্কিন সংস্থায় (US Start Ups) কাজ করতেন। আর প্রতিদিন ২.৫ লক্ষ টাকা আয় (Soham Parekh) করতেন। জানা গিয়েছে মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হয়ে জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। লিঙ্কডইনে সোহমের বায়োডেটা (Indian Techie) অনুসারে তিনি ডায়নামো, ইউনিয়ন এআই, অ্যালান এআই এবং সিনথেসিয়া সহ অনেক সংস্থাতেই কাজ করেছেন।

Continues below advertisement

কেন সংবাদের শিরোনামে সোহম পারেখ

মিক্সপ্যানেল সংস্থার সহ-প্রতিষ্ঠাতা সুহেল দোশী যখন সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে পোস্ট করেন যে ভারতীয় এই ইঞ্জিনিয়ার একইসঙ্গে তিন-চারটি স্টার্টআপে কাজ করছেন, তখনই সোহম পারেখের নাম জনসমক্ষে আসে। তিনি তাঁর পোস্টে আরও লিখেছেন যে এই ব্যক্তি ওয়াই কম্বিনেটরের মত সংস্থাগুলিকে টার্গেট করেছে। তাই সকলের সতর্ক থাকা উচিত। সুহেল দোশী আরও লিখেছেন যে তিনি প্রথম সপ্তাহেই এই ব্যক্তিকে তাঁর সংস্থা থেকে বহিস্কার করার সময় তাঁকে সতর্ক করেছিলেন।

Continues below advertisement

সুহেল দোশী সোহমকে ভুয়ো বলেছেন

শুধু তাই নয়, সমাজমাধ্যমে তাঁর পোস্টে সুহেল দোশী সোহম পারেখের বায়োডেটা শেয়ার করে তাঁকে নব্বই শতাংশ প্রতারক হিসেবে দাবি করেছেন। তিনি এও জানান যে সোহমকে বোঝানোর জন্য তিনি বহু চেষ্টা করেছেন কিন্তু তাঁর সমস্ত প্রচেষ্টাই বৃথা হয়ে গিয়েছে। অন্যান্য সংস্থার প্রতিষ্ঠাতারাও সোহম সম্পর্কে একই মনোভাব পোষণ করেছেন। একই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন আরও অনেকে। লিন্ডির প্রতিষ্ঠাতা ফ্লো ক্রিভেলো জানিয়েছেন যে তাঁর সংস্থা এক সপ্তাহ আগে সোহম পারেখকে নিয়োগ করেছিল কিন্তু সকালেই তাঁকে বরখাস্ত করে। কিন্তু সেই ব্যক্তি জানান যে সোহম এত ভাল ইন্টারভিউ দিয়েছেন যা থেকে বোঝা যায় যে তাঁর প্রশিক্ষণও অত্যন্ত দক্ষ ছিল।   

 

এই খবরে ভারতের সিলিকন ভ্যালি এবং টেক সম্প্রদায়ের মধ্যে সন্দেহ ও উদ্বেগের ছায়া ফেলেছে। এতে সংস্থার প্রতিষ্ঠাতা, বিনিয়োগকারী এবং ইঞ্জিনিয়াররা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বলা হচ্ছে যে সাম্প্রতিক ইতিহাসে কর্মসংস্থানে জালিয়াতির ঘটনাগুলির মধ্যে এটি সবথেকে বড়। এই ঘটনা নিয়ে এতদূর পর্যন্ত নেতিবাচক বার্তা ছড়িয়েছে যে সমাজমাধ্যমে লিঙ্কডইনের সিইও রিড হফম্যান পারেখের লিঙ্কডইন হেডার নিয়েও মিম পোস্ট করেন।

সোহম পারেখের বায়োডেটা থেকে জানা যাচ্ছে যে তিনি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিনিয়র ফুলস্ট্যাক ইঞ্জিনিয়ার, ফাউন্ডিং সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইত্যাদি বিভিন্ন পদে কাজ করেছেন নানা সংস্থায়। ২০২০ সাল থেকে শুরু করে ২০২৪ সালের মধ্যে তিনি ৫-৬টি সংস্থায় কাজ করেছিলেন বলেই জানা যাচ্ছে।