IT News: কোম্পানির প্রাক্তন কর্তার বিরুদ্ধেই মামলা করল উইপ্রো (Wipro) । প্রাক্তন সিএফও যতীন দালালের (Jatin Dalal) বিরুদ্ধে বেঙ্গালুরু (Bengaluru Court) আদালতে এই মামলা দায়ের হয়েছে।
যতীন দালাল ছাড়াও আরও এক জনের বিরুদ্ধে মামলা ইতিমধ্যেই আইটি সেক্টরের জায়ান্ট উইপ্রো এবং কোম্পানির প্রাক্তন সিএফও যতীন দালালের মধ্যে আইনি লড়াই শুরু হয়েছে। উইপ্রো যতীন দালালের বিরুদ্ধে বেঙ্গালুরু আদালতে মামলা দায়ের করেছে কোম্পানি। যেখানে প্রাক্তন সিএফও আদালতে মধ্যস্থতার জন্য আবেদন করেছেন। কোন অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে সে বিষয়ে এখনও তথ্য পাওয়া যায়নি। আগামী ৩ জানুয়ারি মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এ ছাড়া গোপন তথ্য চুরির অভিযোগে আরেক কর্মকর্তা মোহাম্মদ হকের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে কোম্পানিটি।
পদত্যাগের পর কগনিজেন্টে যোগ দেন দালালরাসেপ্টেম্বরে উইপ্রো থেকে পদত্যাগ করেছিলেন যতীন দালাল। এক সপ্তাহ পরে কগনিজেন্ট টেকনোলজি সলিউশনস যতীন দালালকে তার চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে নিযুক্ত করে। শুনানির সময় আদালত সিদ্ধান্ত নেবে বিষয়টি কোথায় পাঠানো হবে সেই বিষয়ে। আগামী ৩ জানুয়ারি পরবর্তী শুনানির কথা।
প্রাক্তন সিএফও ২০ বছর ধরে উইপ্রোতে ছিলেনযতীন দালাল 2002 সালে উইপ্রোতে যোগ দেন। কোম্পানি তাকে 2015 সালে সিএফও পদে রাখে। তার পদত্যাগের পর অপর্ণা আইয়ারকে উইপ্রোর সিএফও করা হয়। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে ডিসেম্বরের শুরুতে যতীন দালাল আদালতে মধ্যস্থতার আবেদন করেছিলেন।
এক বছরে দুই বড় নাম যুক্ত করেছে কগনিজেন্টগত এক বছরে কগনিজেন্ট ব্রোকার হিসেবে আরও একটি বড় নাম যুক্ত করেছে। তার আগে, কোম্পানিটি 2023 সালের জানুয়ারিতে ইনফোসিসের প্রেসিডেন্ট রবি কুমার এসকে তার সিইও হিসাবে নিয়োগ করেছিল।
চুক্তি ভঙ্গ এবং গোপন তথ্য চুরির অভিযোগযতীন দালাল ছাড়াও উইপ্রো তার আরেক সিনিয়র অফিসার মোহাম্মদ হকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে। মোহাম্মদ হক কোম্পানির জন্য আমেরিকায় স্বাস্থ্যপরিষেবা ও চিকিৎসা ডিভাইস বিভাগের প্রধান ছিলেন। তিনি উইপ্রোতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত ছিলেন।
উইপ্রো ছাড়ার পর তিনি কগনিজেন্টে যোগ দেন। মোহাম্মদ হককে কগনিজেন্টে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (লাইফ সায়েন্সেস) পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছে উইপ্রো। এছাড়া তার ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট থেকে গোপন তথ্য পাঠানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
SBI Fixed Deposit: টাকা বাড়বে ! স্টেট ব্যাঙ্কের FD-তে বাড়ল সুদ,এখন রাখলে কত পাবেন ?