কলকাতা : 'মমতাই মা সারদা, তিনিই ফোরেন্স নাইটিঙ্গল, তিনিই সিস্টার নিবেদিতা, তিনিই দুর্গা',  বলেছিলেন উলুবেড়িয়ার বিধায়ক নির্মল মাজি ( Nirmal Maji )। এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও ( Bratya Basu ) মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee ) তুলনা টানলেন বাংলার এক যুগপুরুষের সঙ্গে। মুখ্যমন্ত্রীকে শ্রীচৈতন্যের সঙ্গে তুলনা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।


মঙ্গলবার পূর্বস্থলীর একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, শ্রীচৈতন্য সবাইকে সঙ্গে নিয়ে চলার কথা বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্য়ায়ও সবাইকে সঙ্গে নিয়ে চলেন। শিক্ষামন্ত্রীর দাবি, বাংলায় এখন শ্রীচৈতন্যের সার্থক উত্তরাধিকারী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


বিরোধীদের কটাক্ষ


শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বিরোধীরা। বিজেপি নেতা সজল ঘোষের কটাক্ষ ' ব্রাত্য বসুর চৈতন্য হোক'। সিপিএম নেতা সুজন চক্রবর্তীও ব্রাত্যর এই মন্তব্য শুনে বললেন 'সীমাহীন চাটুকারিতা' ।


ঠিক কী বলেছেন ব্রাত্য? 


শিক্ষামন্ত্রী বলেন, ' চৈতন্য একটা ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছিলেন, সবাইকে সঙ্গে নাও। মমতাদি সবাইকে সঙ্গে নিয়ে চলেন। কোনও বিভাজনের রাজনীতি, কোনও ভেদাভেদের রাজনীতি, মানুষকে দূরে সরিয়ে দেওয়ার রাজনীতি, এই রাজনীতি চৈতন্য করেননি। তবে চৈতন্যের যদি কোনও সার্থক উত্তরাধিকার এই মুহূর্তে বাংলায় থেকে থাকে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।' 


ভগিনী নিবেদিতার সঙ্গে তুলনা


এর আগে  ভগিনী নিবেদিতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেছিলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। তিনি বলেন, ‘মানুষের জন্য মমতা যা করছেন, এমন মানুষ ভারতে মিলবে না। ভগিনী নিবেদিতা মানুষকে সেবা করার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সেবার জন্য জীবন উৎসর্গ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ভগিনী নিবেদিতার ছায়া দেখতে পাই’।  


মা সারদার  সঙ্গে মমতার তুলনা 


এই  মন্তব্যকেও ছাপিয়ে গিয়েছিল নির্মল মাজির মন্তব্য। তিনি দাবি করেছিলেন, মা সারদা নাকি বলেছিলেন মৃত্যুর পর আমি একদিন কালীঘাটের কালী ক্ষেত্রে মানুষ রূপে জন্ম নেব। ত্যাগ, তিতিক্ষা, রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে যাব। আর নির্মলের দাবি ছিল, সংখ্যাতত্ত্বের হিসেবে মা সারদার মৃত্যুর পর মমতার জন্মের সময়ের অঙ্কটাও মিলে যাচ্ছে ! 


কখনও মা সারদা, কখনও রানি রাসমণি , কখনও বা সিস্টার নিবেদিতা। দলের বিধায়কদের চোখে মুখ্যমন্ত্রী একেক সময় একেক মহামানবীর রূপে ধরা দিয়েছেন। তারই নবতম সংযোজন ব্রাত্যর-বাণী।  


আরও পড়ুন : এবার দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গীতাপাঠের আসর ! জানালেন তৃণমূল সরকারের মন্ত্রী