Share Market: দেশের অন্যতম বৃহৎ আইটি সংস্থা উইপ্রো তাদের শেয়ারহোল্ডারদের জন্য বড় উপহার নিয়ে আসছে। সম্প্রতি এই সংস্থা তাদের দ্বিতীয় ত্রৈমাসিকের (Wipro Bonus Share) ফলাফল প্রকাশ করেছে। আর এই ফলাফলের সঙ্গে সঙ্গেই ১:১ অনুপাতে বোনাস শেয়ার দেবে সংস্থা, এমনটাই জানিয়েছে উইপ্রোর। তবে এই সংস্থা এখনও বোনাস শেয়ারের রেকর্ড ডেট ঘোষণা করেনি। তবে জানা গিয়েছে সংস্থার বোর্ডের অনুমোদন পাওয়ার দুই মাসের (Bonus Share) মধ্যেই বোনাস শেয়ার পাওয়া যাবে ডিম্যাট অ্যাকাউন্টে। ২০২৪ সালের ১৫ ডিসেম্বরের মধ্যেই এই বোনাস শেয়ার পাওয়া যাবে।
১৬-১৭ অক্টোবর আয়োজিত হয়েছিল উইপ্রোর বোর্ড মিটিং। এই মিটিংয়ে ২০২৪-২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল অনুমোদন দেওয়ার পাশাপাশি বোনাস শেয়ারের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয় যে সমস্ত ব্যক্তির কাছে উইপ্রোর শেয়ার আছে, তারা একটি শেয়ারের বদলে আরেকটি শেয়ার অতিরিক্ত পাবেন। এর আগে ২০১৯ সালেও সংস্থার পক্ষ থেকে শেয়ারহোল্ডারদের বোনাস শেয়ার দেওয়া হয়েছিল।
উইপ্রো তাদের এই বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফলে জানিয়েছে তাদের এই মেয়াদে ৩২০৯ কোটি টাকার মুনাফা হয়েছে যা আগের অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের ২৬৪৬ কোটি টাকার থেকে ২১ শতাংশ বেশি। সংস্থার অপারেশনস থেকে রেভিনিউ ২০২৩-২৪ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের ২২৫১৬ কোটি টাকার থেকে বেড়ে ২০২৪-২৫ অর্থবর্ষে এসে দাঁড়িয়েছে ২২৩০২ কোটি টাকা।
ত্রৈমাসিকের ফলাফলে উইপ্রোর সিইও শ্রীনিবাস পাল্লিয়া জানান এই মেয়াদের দারুণ পারফরম্যান্সের ফলে উইপ্রো তাদের রেভিনিউ বাড়াতে সক্ষম হয়েছে। বেড়েছে বুকিং ও মার্জিনও। বড় বড় চুক্তির বুকিংয়ের মূল্য এক বিলিয়ন ডলারের সীমা ছাড়িয়েছে। গতকাল বোনাস শেয়ার দেওয়ার কথা জানিয়েছে এই সংস্থা আর গতকাল বাজার বন্ধের সময় উইপ্রোর শেয়ার ০.৬৪ শতাংশ নেমে ৫২৮.৭৫ টাকায় ট্রেড করছিল।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Best Stocks To Buy: আজ ব্রেক আউট দিতে পারে এই ৫ স্টক, এন্ট্রি-এক্সিট কোথায় নেবেন ?