চেন্নাই: দেড় লাখ টাকার ওপরে চলে গিয়েছিল বাইকের এক্স শোরুম প্রাইস। ক্রেতাদের স্বস্তি দিতে এবার রাতারাতি দুই মডেলের দাম কমাল জাপানিজ অটোমেকার কোম্পানি। মঙ্গলবারই এই দাম কমানোর কথা ঘোষণা করেছে ইয়ামাহা।
কোম্পানির তরফে জানানো হয়েছে, আগে ওই নির্ধারিত দুটো বাইকের প্রোডাকশন কস্ট বাড়তে থাকায় দাম বাড়াতে হয়েছিল তাদের। দিনের পর দিন ইনপুট কস্ট বাড়ছিল বাইকের। বাধ্য হয়েই বাইকগুলোর দাম বাড়াতে হয় কোম্পানিকে। যদিও নিজেদের সেই নীতি থেকে এবার সরে এসেছে ইয়ামাহা। FZ 25 সিরিজের দাম কমিয়েছে কোম্পানি। আগে যা দেড় লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছিল।
জাপানি অটোমেকার জায়ান্ট জানিয়েছে, দাম কমালেও বাইকের ফিচার বা গুণগত মানের দিকে কোনও ধরনের সমঝোতা করেনি কোম্পানি। নতুন প্রাইস লিস্ট অনুসারে FZ 25-এর দাম রাখা হয়েছে ১,৩৪,৮০০ টাকা। পাশাপাশি FZS 25-এর দাম ধরা হয়েছে ১,৩৯,৩০০ টাকা। এগুলি দুই বাইকের দিল্লির এক্স শোরুম প্রাইস। কলকাতা বা অন্য শহরের ভিত্তিতে এর অন রোড প্রাইস আলাদা হতে পারে। আগে এই দুই বাইকের দাম যথাক্রমে ১,৫৮,৬০০ টাকা ও ১,৫৩,৬০০ টাকা রাখা হয়েছিল।
দেশের বর্তমান কোভিড পরিস্থিতি বলছে, কাজ হারিয়ে লকডাউনে এখন আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে অনেক পরিবার। প্রাইভেট কোম্পানিগুলি ছাঁটাইয়ের পাশাপাশি বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আইটি কোম্পানিতে বাড়িতে বসে কাজ করলেও স্যালারি কমাতে শুরু করেছে তারাও। দেশবাসীর হাতে অর্থের জোগান কমে যাওয়ায় মারাত্মক প্রভাব পড়েছে গাড়ি ব্যবসায়।
ফোর হুইলার তো দূরের কথা টু হুইলার কিনতে গিয়েও বহুবার ভাবতে হচ্ছে চাকরিজীবীদের। মাসিক বেতন নির্ভর হওয়ায়, বাইকের ইএমআই তাদের কাছে একটা বড় চিন্তার জায়গা। যার ফলে ধাক্কা খাচ্ছে টু হুইলার ইন্ডাস্ট্রি। একই অবস্থা হয়েছে চার চাকার ব্যবসার ক্ষেত্রেও। ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হওয়ায় কোভিডকালে গাড়ি কেনার সিদ্ধান্ত আপাতত বন্ধ রেখেছেন অনেকেই। যার মারাত্মক প্রভাব পড়ছে গাড়ি শিল্পে।