Top new cars 2021: মাইলেজের সঙ্গে দমদার পারফরম্যান্স। চলতি বছরে ১০ লাখ টাকার কম বাজেটে লঞ্চ হয়েছে এই গাড়িগুলি। দেখে নিন, ২০২১ সালে শোরগোল ফেলা সেই গাড়িগুলির তালিকা।
Top new cars 2021: Renault Kigerএই বছরে ভারতের বাজারে অন্যতম সেরা সাব-কমপ্যাক্ট এসইউভি লঞ্চ করে রোনোঁ (Renault)। ভিন্ন আদল নিয়ে আসে কোম্পানির নতুন গাড়ি কাইগার (Kiger)। এর সঙ্গে দুই ধরনের ইঞ্জিনেই অটোমেটিক অপশন দেয় এই গাড়ি। কাইগার চালালেও মজার অনুভূতি পাওয়া যায়। ১০ লাখের মধ্যে স্টাইলিশ SUV বলা চলে (Renault Kiger)-কে।
Top new cars 2021:Tata Punch চলতি বছরেই বাজারে এসেছে টাটার বহু প্রতীক্ষিত Micro SUV Tata Punch। টাটার Nexon-এর থেকে ছোট শ্রেণিতে রাখা হয়েছে এই গাড়ি। যারা সাশ্রয়ী এসইউভি নিতে চান তাদের জন্যই আনা হয়েছে এই গাড়ি। শহরে স্বাভাবিক ছন্দে চলার পাশাপাশি খারাপ রাস্তায় চলার ক্ষমতা ধরে এই মাইক্রো এসইউভি। সুরক্ষায় ৫ তারা রেটিং পেয়েছে এই গাড়ি।
Top new cars 2021:Hyundai i20 N Lineচলতি বছরে ভারতে তাদের পারফরম্যান্স কারলাইন চালু করেছে হুন্ডাই (Hyundai)। আনা হয়েছে i20 N Line। স্টাইলের সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্সের মিশেল এই হ্যাচব্যাক। গাড়ির রঙের পাশাপাশি বদলে দেওয়া হয়েছে এর আদল। সঙ্গে সাসপেনশন সেটআপও বদলে দিয়েছে কোম্পানি। একবার গাড়ির এক্সজস্ট নোট শুনলেই মুগ্ধ হবেন ক্রেতারা। ১০ লাখের মধ্যে যা ভারতীয় ক্রেতাদের কাছে মজাদার গাড়ির অনুভূতি দিচ্ছে।
Top new cars 2021: Maruti Celerioনতুন সেলেরিওতে একেবারে ভোল বদল ঘটিয়েছে মারুতি। দেশের সবথেকে বেশি মাইলেজ দেওয়ার দাবি করে এই গাড়ি। এক লিটার পেট্রলে ২৬ কিলোমিটার মাইলেজের দাবি করে সেলেরিও (Maruti Celerio)। মাইলেজের সঙ্গে চমক রয়েছে গাড়ির রঙে। নীল, লাল রঙের এই গাড়ি আগের থেকে অনেক বেশি স্পোর্টি দেখাচ্ছে। পাশাপাশি এর পেট্রল ইঞ্জিনও গাড়ি চালানোর ক্ষেত্রে অনেক বেশি সুখকর অনুভূতি দেয়।
Top new cars 2021:Mahindra Bolero Neoচলতি বছরে ১০ লাখের মধ্যে সেরা অফরোডারের তকমা পেতেই পারে এই গাড়ি। মজবুত হওয়ার পাশাপাশি মহিন্দ্রার এই গাড়ির রোড প্রেজেন্স অসাধারণ। অনেকেই এই গাড়িকে মহিন্দ্রা বোলেরোর ফেসলিফটেড মডেল ভাবলেও Bolero Neo আনা হয়েছে একবারে নতুন আদলে। যেখানে এটি কোম্পানির TUV 300-এর মতো ডিজাইন পেয়েছে। মিড সাইজ এই এসইউভিকে এক কথায় বিস্ট বলা চলে।
Top new cars 2021:Honda Amaze২০২১ সালে তাদের ফেসলিফ্টেড মডেল এনেছে অ্যামেজ। এসইউভির বাজারে চমক দেখিয়েছে হোন্ডার এই মিড সাইড সেডান।Honda Amaze-এ দেওয়া হয়েছে নতুন চেহারা। অটোমেটিক গিয়ারবক্সের পাশাপাশি ভালো মাইলেজের কারণে ক্রেতাদের পছন্দের তালিকায় ছিল এই গাড়ি। সঙ্গে কেবিনের রং বেজ হওয়ায় ভিতরে অনেকটাই বড় মনে হয় এই সেডান। ১০ লাখের মধ্যে ভাল অপশন এই সেডান।