Yes Bank Share Price: গতকাল মঙ্গলবারের ট্রেডিং সেশনে এক লাফেই ২.৫ শতাংশ দাম বেড়েছে ইয়েস ব্যাঙ্কের শেয়ারের। কিছুদিন আগেই এই ব্যাঙ্কের স্টেক বিক্রি নিয়ে খবর রটেছিল। শোনা যাচ্ছিল ইয়েস ব্যাঙ্ক (Yes Bank Share Price) তাঁর ৫১ শতাংশ স্টেকই বিক্রি করে দেবে। আসবে নতুন মালিক। তবে এই খবর যে সম্পূর্ণ মিথ্যা ও ভুয়ো তা স্পষ্ট করে জানিয়েছে ইয়েস ব্যাঙ্ক আর তারপরেই শেয়ারের দামে (Yes Bank) উত্থান লক্ষ্য করা গিয়েছে। আদপে কী হয়েছে ইয়েস ব্যাঙ্কে ?


একটি এক্সচেঞ্জ ফাইলিংয়ে ইয়েস ব্যাঙ্ক জানিয়েছে, 'যে সমস্ত লেখায় জানানো হচ্ছিল যে ইয়েস ব্যাঙ্কের স্টেক বিক্রি করা হচ্ছে, তা সম্পূর্ণ তথ্যগতভাবে মিথ্যা এবং আদপেই অনুমানসূচক। ঐ লেখায় উল্লিখিত তথ্য অনুসারে রিজার্ভ ব্যাঙ্ক এই স্টেক বিক্রির প্রস্তাবে এরকম কোনও সম্মতি দেয়নি। সম্পূর্ণ ভিত্তিহীন এই লেখাটি সংবাদমাধ্যমে প্রচার করার কারণে সংস্থা স্বেচ্ছায় এর স্পষ্টীকরণ দিয়েছে।'


কিছুদিন আগে একটি সংবাদমাধ্যমে জানানো হয়েছিল যে, ইয়েস ব্যাঙ্ক তাঁর ৫১ শতাংশ স্টেক বিক্রি করতে চলেছে এক নতুন প্রোমোটারের কাছে আর এই প্রস্তাবে রিজার্ভ ব্যাঙ্ক তাঁর ইন প্রিন্সিপাল অনুমোদন জারি করেছে। ব্যাঙ্কিং বিধি অনুসারে যেখানে ২৬ শতাংশের বেশি প্রোমোটার হোল্ডিং থাকা উচিত নয় কোনও বাণিজ্যিক ব্যাঙ্কের, সেখানে ৫১ শতাংশ স্টেক বিক্রির খবরে চাঞ্চল্য ছড়িয়েছিল বাজারে। সেই প্রতিবেদনে এও দাবি করা হয় যে, দেশের ষষ্ঠ বৃহত্তম এই ব্যাঙ্ক তাঁর স্টেক বিক্রির পরে সংস্থার মূল্য ছাড়িয়ে যাবে ১০ বিলিয়ন ডলারেরও বেশি। ভারতের ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে এই ব্যাঙ্কই তখন সবথেকে বেশি প্রোমোটার অ্যাকুইজিশন থাকবে।


মঙ্গলবার ইয়েস ব্যাঙ্কের শেয়ারের দাম বম্বে স্টক এক্সচেঞ্জে ২৬.০৯ টাকায় খোলে এবং ইন্ট্রাডে-তেই এই স্টকের দাম ২৬.৩৯ টাকায় চলে আসে। ইন্ট্রাডে-তে লো দেখায় ২৫.৭৫ টাকায়। এই ব্যাঙ্কে আবার স্টেট ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, এলআইসি, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের এক তৃতীয়াংশ স্টেক রয়েছে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: IPO Update: গ্রে মার্কেটে দারুণ দাম যাচ্ছে এই আইপিওগুলির, বুধবারের লিস্টিংয়ে দেবে বিপুল লাভ ?