Royal Enfield Himalayan vs Yezdi Adventure: ভারতের বুকে এসে গেল ঐতিহ্যবাহী বাইক ইয়েজদি(Yezdi Adventure)। এবার তাদের অ্যাডভেঞ্চার ট্যুরার মডেল দেশে লঞ্চ করল কোম্পানি। যার সঙ্গে সরাসরি টক্কর হবে রয়্যাল এনফিল্ড হিমালয়ানের(Royal Enfield Himalayan)। 


Yezdi Adventure: ইতিমধ্যেই দেশের রাস্তায় বহুবার দেখা গিয়েছে এই বাইকের ছবি। বিশেষ করে বাইক পরীক্ষার সময় অনেক অটো ব্লগাররা এই বাইকের ছবি তুলেছে। সম্প্রতি সেই বাইক লঞ্চ হয়েছে দেশে। প্রায় রয়্যাল এনফিল্ড হিমালয়ানের নকশাতেই তৈরি হয়েছে গাড়ি। খুব একটা পার্থক্য নেই Yezdi Adventure-এর আদলে। দুই বাইকেই দেখতে পাবেন ২১ ইঞ্চির সামনের চাকা। পিছনের চাকায় ১৭ ইঞ্চির টায়ার দিয়েছে কোম্পানি। ইয়েজদি অ্যাডভেঞ্চারেও দেখা যাবে স্পোকের চাকা। হিমালয়ানেও একই চাকা দিয়েছে রয়্যাল এনফিল্ড(Royal Enfield Himalayan)। 




Royal Enfield Himalayan vs Yezdi Adventure: এখানেই শেষ নয়। গোল হেডল্যাম্প ছাড়াও বাইকে বড় হাওয়া প্রতিরোধী কাঁচ দিয়েছে ইয়েজদি। হিমালয়ানেও রয়েছে একই ধরনের উইন্ড স্ক্রিন ও গোল হেডল্যাম্প। যা হিমালয়ানের প্রায় কাছাকাছি নিয়ে আসে ইয়েজদিকে(Yezdi Adventure)। তবে কিছু পার্থক্য তৈরি হয় দুই বাইকের ট্যাঙ্ক ও পিছনের নকশার জন্য। তা না হলে সামনে থেকে বোঝা যাবে না দুই বাইকের পার্থক্য।    


Royal Enfield Himalayan vs Yezdi Adventure: হিমালয়ানের ইঞ্জিন বড় হলেও এর পাওয়ার ইয়েজদি অ্যাডভেঞ্চারের তুলনায় কম। রয়্যাল এনফিল্ডের হিমালয়ানে পাবেন ২৪.৩ bhp ছাড়াও ৩২ Nm টর্ক। সেখানে ইয়েজদিতে রয়েছে ৩০.২ bhp ও ২৯.৯Nm টর্ক। তবে এটা মনে রাখতে হবে, হিমালয়ানে ইয়েজদির থেকে দ্রুত গতি তোলার ক্ষেত্রে শক্তি অনেক বেশি। যদিও গিয়ারবক্সের ক্ষেত্রে এখানে এগিয়ে রয়েছে ইয়েজদি। হিমালয়ানে পাবেন ৫স্পিড (Yezdi Adventure)গিয়ারবক্স। সেখানে ইয়েজদি আপনাকে দিচ্ছে ৬স্পিড গিয়ারবক্স।অতিরিক্ত গিয়ারবক্স থাকায় অনেকটাই সুবিধা হবে বাইকারদের। তবে ক্রুজিংয়ের ক্ষেত্রে হিমালয়ানের(Royal Enfield Himalayan) বেশি টর্ক কাজে আসে চালকদের।


Royal Enfield Himalayan vs Yezdi Adventure: হিমালয়ানের তুলনায় অনেক হাল্কা ইয়েজদি। দুটি বাইকেই পাবেন ২২০ এমএম-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স। সঙ্গে সাসপেনশন সেট আপও প্রায় একই রয়েছে দুই বাইকে। তবে ব্রেকের ক্ষেত্রে ইয়েজদিতে হিমালয়ানের(Royal Enfield Himalayan) তুলনায় বেশি বড় ব্রেক প্যানেল দেওয়া হয়েছে। হিমালয়ানে রয়েছে ১৫ লিটারের ট্যাঙ্ক। সেখানে সামান্য বড় ১৫.৫ লিটারের জ্বালানির ট্যাঙ্ক দেওয়া হয়েছে ইয়েজদিতে। দুটি বাইকেই রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস।  


Royal Enfield Himalayan vs Yezdi Adventure: ইয়েজদিতে পাওয়া যাবে পুরো ডিজিটাল ক্লাস্টার। তুলনায় হিমালয়ানে পাওয়া যাবে একটি ডিজিটাল প্যানেল।দুই বাইকেই দেখতে পাবেন ব্লুটুথ প্রযুক্তি ন্যাভিগেশনের সুবিধা। হিমালয়ানে পাবেন না কোনও এলইডি লাইটিং। যা পাওয়া যাবে Yezdi Adventure-এ।  


Royal Enfield Himalayan vs Yezdi Adventure: ২.০৯ লক্ষ টাকা দামের অ্যাডভেঞ্চার হিমালয়ানের থেকে সস্তা। হিমালয়ানের দাম ২.১৪ লক্ষ টাকা৷ ইয়েজদিতে রয়েছে আরও অনেক বৈশিষ্ট্য, যা হিমালয়ানে পাবেন না আপনি। তবে এই দাম সত্ত্বেও বাইকের প্রতি বাইকারদের অগাধ আস্থা রয়েছে বাইকারদের। তাই এই দাম হওয়া সত্ত্বেও ভারতে রয়্যাল এনফিল্ডের অন্যতম জনপ্রিয় বাইক এটি।