কেপটাউন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারতে হয়েছে ভারতীয় দলকে। সিরিজে এগিয়ে থেকেও ২-১ ব্যবধানে সিরিজ খোয়াতে হয়েছে তাঁদের। প্রথমবার সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিতে আসার। কিন্তু তা পারেনি বিরাট বাহিনী। তবে শুধু সিরিজ হারই নয়। একইসঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও এই মুহূর্তে ৫ নম্বরে নেমে গিয়েছে ভারতীয় দল।
কেপটাউন টেস্টে ৭ উইকেটে হারতে হয়েছে ভারতীয় দলকে। এরপরই নতুন প্রকাশিত তালিকায় ৪৯.০৭% নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের মরসুমে রানার্স আপ হয়েছিল ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত বছর ফাইনালে হারতে হয় তাঁদের। এরপর পরের মরসুমে ৯ ম্যাচ এখনও পর্যন্ত খেলেছে টিম ইন্ডিয়া। তার মধ্যে ৪ ম্যাচ তারা জিতেছে, ২ ম্যাচ ড্র করেছে ও ৩ ম্যাচ হেরেছে। তবে পয়েন্টের বিচারে সবচেয়ে বেশি ৫৩ পয়েন্ট রয়েছে তাঁদের। এদিকে ভারতের বিরুদ্ধে সিরিজ জিতে পয়েন্ট টেবিলে ৪ নম্বরে উঠে এসেছে ডিন এলগারের দল।
কেপ টাউন টেস্ট ও ম্যাচ সেই সঙ্গে এই সিরিজ শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠকে বিরাট বলেছেন, ‘আমার আর ডিআরএস নিয়ে নতুন করে কিছু বলার নেই। মাঠে কী হয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি। মাঠের বাইরে যারা আছে, তারা জানে না ঠিক কী হয়েছে। তাই আমি আর কোনও সাফাই দিতে চাই না। আমরা যদি সেই মুহূর্তে তেতে উঠতাম আর তিনটি উইকেট তুলে নিতে পারতাম, তাহলে ম্যাচের রং বদলে যেত।’
বিরাট আরও বলেছেন, ‘বাস্তব পরিস্থিতি হল, আমরা ওদের উপর দীর্ঘক্ষণ চাপ বজায় রাখতে পারিনি। গোটা টেস্ট ম্যাচ জুড়ে ওদের উপর চাপ বজায় রাখতে পারিনি বলেই হেরে গিয়েছি। ওই একটা মুহূর্ত (ডিআরএস বিতর্ক) অত্যন্ত উত্তেজক ও দুর্দান্ত মনে হচ্ছে। কিন্তু আমি আর বিতর্ক বাড়াতে চাই না। সেই মুহূর্ত চলে গিয়েছে। আমরা সেখান থেকে সরে এসেছি।’