স্যান ফ্রান্সিসকো : নিজেদের প্ল্যাটফর্মে এনগেজমেন্ট বাড়াতে এবার দরাজ হচ্ছে ইউটিউব শর্টস। ইউজারের পাশাপাশি দর্শক সংখ্যা বৃদ্ধি করতে ১০ কোটি ডলার দেবে কোম্পানি। ইউটিউব শর্টস ক্রিয়েটারদের উৎসাহ দিতেই এই পরিকল্পনা করেছে ইউটিউব।


কোম্পানির তরফে জানানো হয়েছে, প্রতি মাসে ইউটিউব শর্টসের এনগেজমেন্টের দিকে নজর রাখবে কর্তৃপক্ষ। ক্রিয়েটরদের দর্শক সংখ্যার হিসেবে দেওয়া হবে পুরস্কার মূল্য। হাজারেরও বেশি ভিডিয়ো ক্রিয়েটরদের এই টাকা দেওয়া হবে। কার কনটেন্ট বেশি চলছে, সেদিকে নজর দেবে কোম্পানি। 


তবে এখানেই শেষ হয়ে যাবে না কোম্পানির সঙ্গে ইউজার বা ক্রিয়েটারদের সম্পর্ক। ইউটিউব শর্টসের উন্নতির জন্য ক্রিয়েটরদের থেকে ফিডব্যাক নেবে সংস্থা। সম্প্রতি একটি ব্লগ পোস্টে উৎসাহ মূল্যের কথা ঘোষণা করেছে ইউটিউব শর্টস। কোম্পানির তরফে বলা হয়েছে, শর্টসের মানিটাইজেশনের ক্ষেত্রে এটা প্রথম ধাপ। কেবল ক্রিয়েটরদের জন্যই এই ফান্ড দেওয়া হবে, বিষয়টা তেমন নয়। কেউ চাইলে শর্টসের হয়ে নিজেদের আসল কনটেন্ট তৈরি করতে পারে। তবে তা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মেনে করতে হবে। তাদের জন্যও থাকবে পুরস্কারের ব্যবস্থা। 


চলতি বছরের শুরুতেই নিজেদের প্ল্যাটফর্মে একটা নতুন ফিচার আনে ইউটিউব। যেখানে ভিডিয়ো থেকে অডিও রিমিক্স করার সুবিধা দেওয়া হয়। যা থেকে বিরাট অঙ্কের ভিউয়ারশিপ পায় কোম্পানি। বর্তমানে ইউটিউব শর্টস অনলাইন প্ল্যাটফর্মে একটা বড় নাম। আত্মপ্রকাশের কয়েক মাসের মধ্যেই ইউজারদের মনে জায়গা করে নিয়েছে এই অ্যাপ। টিকটকের বিকল্প হিসাবে ইউটিউব শর্টসকে বেছে নিচ্ছেন অনে্ক ক্রিয়েটর।


শর্ট সৃষ্টিশীল ভিডিয়োর জন্যই ইউটিউব শর্টস অ্যাপ আনে কোম্পানি। গত বছরই বাজারে আসে এই অ্যাপ। পরিসংখ্যান বলছে, বর্তমানে চিনা অ্যাপ টিকটকের সঙ্গে পাল্লা দিচ্ছে শর্টস। কোম্পানির দাবি, দ্রুত সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রভাব বিস্তার করছে অ্যাপ। তবে ইউটিউবে মানিটাইজেশন থাকলেও শর্টসে সেই সুবিধা দেয়নি কোম্পানি। এবার ক্রিয়েটরদের এনগেজমেন্ট বাড়াতে সেই পথেই হাঁটল ইউটিউব।