নয়া দিল্লি: শুরুতেই শেয়ার বাজারে বড় বাজি মারল অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটো। শুক্রবার অফার প্রাইসের থেকে ৫১ শতাংশ প্রিমিয়াম দাম পেল কোম্পানি। জোম্যাটোর সিঙ্গল শেয়ারের দাম ছিল ৭৬ টাকা।


শেয়ার বাজারে প্রবেশ করতেই একেবারে ইতিহাস রচনা। ১০ বছর আগে একমাত্র কোল ইন্ডিয়াই বাজারে এই ধরনের রেকর্ড গড়তে পেরেছিল। এদিন বম্বে স্টক এক্সচেঞ্জে ১১৫ টাকায় লিস্টিং শুরু হয় জোম্যাটোর সিঙ্গল শেয়ার। যা ৮২শতাংশ বেড়ে ১৩৮ টাকা প্রতি শেয়ারে পৌঁছে যায়। কোম্পানি শেয়ারের এই মূল্যবৃদ্ধির ফলে ১,০৮,২১৯ কোটি টাকায় পৌঁছে যায় জোম্যাটো। যার ফলে শেয়ার বাজারের ১০০টি সেরা তালিকাভুক্ত কোম্পানির ক্লাবে ঢুকে যায় কোম্পানি। বর্তমানে এক লক্ষ কোটির ক্লাবে নাম উঠেছে জোম্যাটোর।


এদিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ১১৬ টাকা প্রতি শেয়ারে অভিষেক করে জোম্যাটো। পরে ওই শেয়ারের বৃদ্ধি ঘটে ৫২.৬৩ শতাংশ। এদিন এই ফুড ডেলিভারি জায়ান্ট ২.১৩ লক্ষ কোটি বিড গ্রহণ করে। যা ভারতের শেয়ার বাজারে রেকর্ড। এদিন শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার আগেই কোম্পানির সাফল্যের বিষয়ে আশা প্রকাশ করেছিলেন জোম্যাটোর প্রতিষ্ঠাতা দীপেন্দর গোয়েল। ট্যুইট করে তিনি বলেন, ''আমি জানি না, আমরা সাফল্য পাব না হেরে যাব ? তবে এটুকু বলতে পারি, আমরা আমাদের সেরাটা দেব।''


এদিন নিজের কোম্পানির পাশাপাশি প্রতিযোগী সুইগি নিয়েও মুখ খোলেন দীপেন্দর। তিনি বলেন, ''ভারতে একটা কঠিন চ্যালেঞ্জের বাজার। তাই ভারতের বুকে সাফল্য পেতে গেলে আপনাকে ব্যতিক্রমী হতে হবে। আমি মনে করি, জোম্যাটো ও সুইগি বিশ্বের সেরা দুটো ফুড ডেলিভারি অ্যাপ। গ্রাহকের কাছে ওয়ার্লড ক্লাস তকমা পাওয়ার জন্য আমাদের আরও পরিশ্রম করতে হবে। তবে আমরা সেখানে পৌঁছেই ছাড়ব।''


শেয়ার বাজারের ইতিহাস বলছে, কোল ইন্ডিয়ার পর জোম্যাটোর আইপিও সেকেন্ড লার্জেস্ট তকমা পেয়েছে। এক দশক আগে ১৫,১৯৯.৪ কোটি টাকা আইপিও থেকে তুলেছিল কোল ইন্ডিয়া। শেয়ার বাজারের বিশষজ্ঞরা বলছেন, ভারতে ফুড ডেলিভারি মার্কেটের একটা ভবিষ্যৎ আছে। সেই কারণে জোম্যাটোর মতো কোম্পানি শেয়ার বাজারে এরকম একটা শুরু করল।