নয়াদিল্লি : শুরু হয়ে গেল এবারের অলিম্পিক গেমস। অবশ্য এবারের বলার পরও বলে দিতে হবে যে ২০২০ সালের অলিম্পিক্স শুরু হল ২০২১-এ এসে। কারণ, করোনা অতিমারি। ১৩০ কোটির দেশ ভারতে এবার কটা অলিম্পিক পদক আসবে তাই নিয়ে অন্যবারের মতোই আশায় রয়েছেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। দীপিকা কুমারি কিংবা মেরি কম। প্রণতি নায়েক থেকে পিভি সিন্ধু, শেষ পর্যন্ত কোন কোন ভারতীয় ক্রীড়াবিদ টোকিও অলিম্পিক্সের পোডিয়ামে দাঁড়িয়ে পদক গলায় দিয়ে ছবি তুলবেন, সে তো সময়ই বলবে। কিন্তু, অলিম্পিক শুরু হওয়ার প্রাক্কালে এটুকু বলে দেওয়াই যায় যে, ভারতের পদকজয়ীরা সবথেকে বেশি নগদ অর্থ পুরস্কার পেতে চলেছেন। ভারতের খেলোয়াড়রা পদক জিতলে যে পরিমান টাকা পুরস্কার হিসেবে পাবেন, তা গোটা পৃথিবীর কোনও দেশের খেলোয়াড়রা পাবেন না। হ্যাঁ, আমেরিকা, জাপান, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইতালি, রাশিয়া, হল্যান্ড এবং ব্রাজিলের মতো দেশগুলোর নাম মাথায় রেখেই বলছি। এই পর্যন্ত পড়ে কি চমকে উঠলেন? তাহলে বরং জেনে নিন গোটা বিষয়টা।


ভারতের অ্যাথলিটরা পদক পেলে, তাঁরা কেমন নগদ অর্থ পুরস্কার পেতে পারেন, সেটা আগে জেনে নিন। ইতিমধ্যে হরিয়ানা, উত্তর প্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা এবং চণ্ডীগড়ের সরকার বলে দিয়েছে যে, তাঁদের রাজ্যের খেলোয়াড়রা সোনার পদক জিতলে ৬ কোটি টাকা করে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে। রুপোর পদক পেলে দেওয়া হবে ৪ কোটি টাকা করে পুরস্কার এবং ব্রোঞ্জ পদক পেলে দেওয়া হবে ২ কোটি টাকা করে পুরস্কার। আর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করাই রয়েছে যে, সোনার পদক পেলে দেওয়া হবে ৭৫ লক্ষ টাকা করে পুরস্কার। রুপোর পদক পেলে ৫০ লক্ষ টাকা করে পুরস্কার। আর ব্রোঞ্জ পদক পেলে দেশের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৩০ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে। অর্থাৎ, একজন খেলোয়াড় সোনার পদক জিতলে পাবেন প্রায় ৬ কোটি ৭৫ লক্ষ টাকা পুরস্কার কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রতিশ্রুতি মিলিয়ে।


ভারতের পরে যে পাঁচটি দেশে সবথেকে বেশি টাকা পুরস্কার দেওয়া হবে পদকজয়ীদের সেটাও একটু দেখে নিন। ইন্দোনেশিয়ার কোনও ক্রীড়াবিদ টোকিও অলিম্পিক্স থেকে পদক জিতলে পাবেন ৫ কোটি ৫৫ লক্ষ টাকা। সিঙ্গাপুরের একজন প্রতিযোগী সোনা জিতলে পাবেন ৫ কোটি ৪৭ লক্ষ টাকা। হংকংয়ের কোনও প্রতিযোগী সোনার পদক জিতলে পাবেন ৪ কোটি ৮০ লক্ষ টাকা। থাইল্যান্ডের কোবও খেলোয়াড় সোনার পদক জিতলে পাবেন ২ কোটি ৩০ লক্ষ টাকা পুরস্কার। আর কাজাখস্তানের কোনও খেলোয়াড় সোনার পদক জিতলে পাবেন ১ কোটি ৮৬ লক্ষ টাকা। আপনার যদি মনে হয় আমেরিকা কিংবা জাপানের খেলোয়াড়রা সোনার পদক জিতলে কেমন আর্থিক পুরস্কার পাবেন তাঁদের দেশ থেকে। তাহলে বলি, আমেরিকার কোনও খেলোয়াড় সোনার পদক জিতলে পাবেন ভারতীয় টাকায় ২৮ লক্ষ টাকা। জাপান দেবে ৩৪ লক্ষ টাকা এবং রাশিয়া দেবে ৪৫ লক্ষ টাকা। তাহলেই বুঝুন কোনও ভারতীয় ক্রীড়াবিদ টোকিও অলিম্পিক থেকে পদক পেলে গোটা বিশ্বের যেকোনও দেশের খেলোয়াড়দের থেকে কত বেশি টাকা পাবেন। তাই পান। কিন্তু গোটা দেশের ১৩০ কোটি মানুষের এখন প্রার্থনা, যত বেশি পদক পাওয়া যায় এবার।