Large Order Fleet: এবার বড় অর্ডারের ক্ষেত্রে নতুন সুবিধা দেবে অনলাইন ফুড ডেলিভারি প্লাটফর্ম (Online Food Delivery Platform)জোম্যাটো (Zomato New Service)। কী নতুন সার্ভিস দিচ্ছে জানেন ? 


এই পরিষেবা দিচ্ছে কোম্পানি
 অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম Zomato মঙ্গলবার গ্রাহকদের জন্য একটি নতুন সুবিধা চালু করার কথা বলেছে। এই নতুন সুবিধার মাধ্যমে, বড় অর্ডারের ডেলিভারি আরও অনেক সহজ হয়ে যাবে। কোম্পানি এই নতুন সার্ভিসের নাম দিয়েছে লার্জ অর্ডার ফ্লিট। এখানে আপনি এখন একসঙ্গে 50 জনের জন্য খাবার অর্ডার করতে পারবেন। এর সঙ্গে Zomato পার্টি এবং ইভেন্টের মতো সেগমেন্টে ডেলিভারি করার সুবিধা দেবে আপানাকে।


কী বলছে কোম্পানি
Zomato CEO দীপিন্দর গয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ কোম্পানির নতুন পরিষেবা চালু করার ঘোষণা করেছেন। তিনি বলেছেন,'' আমরা দেশের প্রথম বড় অর্ডার ফ্লিট সার্ভিস শুরু করতে পেরে খুব খুশি হব। এই সার্ভিসের ফলে পার্টি এবং ইভেন্টগুলি করা সহজ হয়ে উঠবে। এই ফ্লিট সার্ভিস ইলেকট্রিক গাড়িতে হবে। যেখানে একসঙ্গে 50 জনের জন্য খাবার বহন করতে সক্ষম হবে এই গাড়ি।


পিওর ভেজ পরিষেবা এনেছে আগেই


সম্প্রতি 'Pure Veg Mode' পরিষেবার ঘোষণা করে Zomato. সংস্থার তরফে জানানো হয়, 'বিশুদ্ধ নিরামিষ' খাবার সরবরাহ করতে আলাদা বহর আনছে তারা। জানানো হয়, শুধুমাত্র নিরামিষ খাবার সরবরাহের জন্য পৃথক বহর আনছে তারা। এর আওতায় সবুজ রঙের পোশাক পরিহিত ডেলিভারি পার্টনারই খাবার পৌঁছে দেবেন গ্রাহকদের কাছে। সবুজ পোশাক দেখেই বোঝা যাবে যে ওই ডেলিভারি শুধুমাত্র নিরামিষ খাবার সরবরাহ করেন। আমিষ খাবার সরবরাহ করবেন লাল পোশাক পরিহিত ডেলিভারি পার্টনাররা। (Zomato Pure Veg Mode)


Zomato জানায়, ভারতে সবচেয়ে বেশি সংখ্যক নিরামিষাশী মানুষের বাস। খাবার সরবরাহকারী ব্যক্তি কোনও ভাবে আমিষ খাবারের সংস্পর্শে আসেননি, এমন ডেলিভারি পার্টনারই পছন্দ বলে মতামত জানিয়েছিলেন তাঁদের একাংশ। বিশেষ করে উৎসব বা পুজোর সময় আবাসনের ভিতর আমিষ খাবার ঢোকা নিয়ে সমস্যা দেখা দেয়। পোশাক দেখে যদি বোঝা যায় নিরামিষ খাবার রয়েছে, তাহলে সমস্যা থাকবে না। সেই নিরিখেই শুধুমাত্র নিরামিষ- খাবার সরবরাহকারী বহর চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


Multibagger Stocks: এক বছরে দিয়েছে ২০০ শতাংশ রিটার্ন,এই মাল্টিব্যাগার স্টক ২০ শতাংশ আপার সার্কিট হিট করেছে