কলকাতা: আট-ন’মাসের কঠোর ও শৃঙ্খলাবদ্ধ পরিশ্রমের ফল পেয়েছেন তাঁরা। ইন্ডিয়ান সুপার লিগ শিল্ড। এ বার মোহনবাগানের তারকা ফুটবলারদের একটাই লক্ষ্য আইএসএলের কাপও জেতা, যা তারা গত বছরেও জিতেছিল। একই মরশুমে শিল্ড ও কাপ জিতলে তা হবে আর এক নজির। সেই নজির গড়াই এখন লক্ষ্য দিমিত্রিয়স পেট্রাটস, জেসম কামিংসদের। 


মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের সেরা ফুটবলারের খেতাব অর্জন করেন যিনি, সেই সবুজ-মেরুন ব্রিগেডের অস্ট্রেলীয় ফরোয়ার্ড দিমিত্রিয়স পেত্রাতস এই সাফল্য প্রসঙ্গে জানিয়েছেন, ''এই সাফল্য পুরো দলের। এবং এই সাফল্য আমাদের অসাধারণ সমর্থকদের জন্য। আমরা আজ ইতিহাস তৈরি করেছি। সমর্থকদের উল্লাসে একটা সময় মাঠের মধ্যে আমরা একে অপরের কথা শুনতে পাচ্ছিলাম না। আমাদের সমর্থকেরাই আজ আমাদের বাড়তি সুবিধা করে দেয়। কত মানুষ ছিল গ্যালারিতে! প্রায় ৬১ হাজার হবে। অসাধারণ, সত্যিই বিস্ময়কর।'' সোমবার দুটি গোলেই অ্যাসিস্ট করেন পেত্রাতস। এই নিয়ে চলতি মরশুমে সাতটি ম্যাচে দলের গোলে অবদান রাখলেন তিনি। আইএসএলে মোহনবাগানের ৩৫টি গোলে অবদান রেখেছেন তিনি। ২২টি নিজে করেছেন ও ১৩টি করিয়েছেন। এই ম্যাচেই তিনি এতদিন থাকা রয় কৃষ্ণার (৩৩) গোল অবদানের রেকর্ড ভেঙে দেন।


অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে খেলে আসা ফরোয়ার্ড জেসম কামিংসও উচ্ছ্বসিত এই সাফল্যে। সোমবার মোহনবাগানের হয়ে দ্বিতীয় গোলটি আসে তাঁরই পা থেকে। পেত্রাতসের মতো তাঁরও এ বারের লিগে দশ গোল হয়ে গেল। সেই কামিংস এই সাফল্য নিয়ে বলেন, ''দুর্দান্ত লাগছে আমার। এত সমর্থকের সামনে ভারতসেরার খেতাব পাওয়াটা খুবই আনন্দদায়ক। আমাদের সমর্থকেরা অসাধারণ। দলের সবার এটা প্রাপ্য ছিল। সারা মরশুমটাই আমাদের ভাল গিয়েছে। আমরা বরাবর সঙ্ঘবদ্ধ ছিলাম এবং তার পুরষ্কারও পেলাম।''




সোমবার ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার মিনিট দশেক আগে দলের হয়ে দ্বিতীয় গোল করেন কামিংস। সেই গোল নিয়ে তিনি বেশি কিছু না বলে দলের প্রশংসাই করলেন বেশি। বলেন, ''আমার গোলটা আমি সতীর্থদের উৎসর্গ করতে চাই। আমাদের দলটা অসাধারণ, যেখানে একজন মহান কোচ ও একদল দুর্দান্ত স্টাফ আছে। সব মিলিয়ে খুব ভাল দল আমাদের। আমাদের এটা প্রাপ্য ছিল। এখন আমরা সেলিব্রেট করব।'' 


প্রথম গোলের নায়ক লিস্টন কোলাসো, যিনি গত ম্যাচে প্রথম দলে না থাকলেও এই ম্যাচে ছিলেন শুরু থেকেই, তিনি বলেন, ''আইএসএল লিগ শিল্ড জেতায় দলের জন্য আমি দারুন খুশি। আমার গোলটা সতীর্থদের প্রতি উৎসর্গ করতে চাই। গত সাত মাস ধরে আমরা শিল্ড জয়ের জন্যই পরিশ্রম করেছি। মনে হয় লক্ষ্য পূরণ হয়েছে। আমরা সবাই খুব খুশি। এখন আমরা এই মুহূর্তটা উপভোগ করব এবং তার পরে প্লে অফে মন দেব। এই লিগে অনেক ভাল ভাল গোল করেছি। তবে আমার কাছে এটাই সেরা। কারণ, এই গোলের জন্য দল খুব গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে।'' 


                                                                                                                                                                        তথ্য সংগ্রহ: আইএসএল মিডিয়া