Share Market: শুক্রবার সকালেই শেয়ার বাজারে নতুন উচ্চতা ছুঁল জোমাটোর শেয়ার। ৪ শতাংশ বেড়ে ৫২ সপ্তাহের সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে জোমাটোর শেয়ার। ডিসেম্বরের তৃতীয় ত্রৈমাসিকের ফল প্রকাশ্যে আসার পর থেকেই লাফ দিয়েছে এই শেয়ার (Zomato Share Price)। ফুড ডেলিভারি ব্যবসায় প্রভূত মুনাফা করেছে এই সংস্থা। শুক্রবার এই সংস্থার শেয়ারের দাম ৪.৩৪ শতাংশ বৃদ্ধি পেয়ে হল ১৫০.২৫ টাকা।


ত্রৈমাসিকের ফলে মুনাফা বেড়েছে


অক্টোবর থেকে ডিসেম্বরের ত্রৈমাসিকের ফল বেরোতেই দেখা গেল সংস্থার এই ত্রৈমাসিকে নেট প্রফিট হয়েছে ১৩৮ কোটি টাকা। সংস্থার রেভিনিউ বেড়েছে ৬৯ শতাংশ। প্রবল মুদ্রাস্ফীতির চাপকে উপেক্ষা করেও সংস্থার রেভিনিউ এসে দাঁড়িয়েছে এখন তৃতীয় ত্রৈমাসিকে ৩২৮৮ কোটি টাকা। অন্যদিকে গত বছর একই ত্রৈমাসিকে সংস্থার পক্ষ থেকে ৩৪৭ কোটি টাকা ক্ষতি এবং ১৯৪৮ কোটি টাকা রেভিনিউ প্রকাশ্যে আনা হয়েছিল। সংস্থার ডেলিভারি কস্টও (Zomato Share Price) বেড়েছে অনেকটাই। ৬৩ শতাংশ বৃদ্ধি পেয়ে গত বছরের তুলনায় এই বছরের ত্রৈমাসিকে জোমাটোর ডেলিভারি কস্ট হয়েছে ১০৬৮ কোটি টাকা। জোমাটোর ইয়ার-অন-ইয়ার বেসিস নেট প্রফিট গত বছরের তুলনায় এবছর প্রায় ২৮৩ শতাংশ বেড়েছে। সংস্থার গ্রস অর্ডার ভ্যালু (GOV) ২০ শতাংশ হারে বেড়ে গিয়েছে ইয়ার-অন-ইয়ার বেসিস। সমস্ত প্লেসড অর্ডারের ভ্যালু ইয়ার-অন-ইয়ার বেসিসে বেড়েছে ২৫ শতাংশ।


আগামীতে কত যাবে দাম


বৃহস্পতিবার বাজারে এই শেয়ারের (Zomato Share Price) দাম ২.৪৭ শতাংশ বেড়েছিল। EBTIDA-র এস্টিমেটও বেড়েছে ৪-১০ শতাংশ। বাজার বিশেষজ্ঞরা বলছেন, এই শেয়ারের দাম ২০৫ টাকায় পৌঁছতে পারে আগামীতে। এর আগে ১৯০ টাকাতেও উঠেছিল শেয়ারের দাম।


ব্যবসা বেড়েছে


এবার থেকে শুধু খাবার ডেলিভারি নয়, তার সঙ্গে টাকার লেনদেনও হবে জোমাটোতে। বলা ভাল, জোমাটোর একটি সাবসিডিয়ারি সংস্থায় হবে এই টাকার লেনদেন। জোমাটো পেমেন্টস প্রাইভেট লিমিটেড (Zomato Payments Private Limited)  নামে এই সংস্থা সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে পেমেন্ট এগ্রিগেটর হিসেবে অনুমোদনও পেয়ে গিয়েছে। এই পেমেন্ট সিস্টেমের মাধ্যমে সংস্থা যে কোনও রকম ই-কর্মাস ট্রানসাকশান করতে পারবে।


জোমাটো পে


গত বছর এই ফুড ডেলিভারি সংস্থা আইসিআইসিআই ব্যাঙ্কের সঙ্গে মিলে নিজেদের একটি ইউপিআই ব্যবস্থা চালু করেছে 'জোমাটো পে' (Zomato Pay) নামে। গুগল পে, ফোন পে, পেটিএম ইত্যাদি অন্যান্য অ্যাপের থেকে টাকা লেনদেনের নির্ভরতা কমানোর লক্ষ্যেই এই 'জোমাটো পে' গড়ে তোলা হয়েছে বলে জানা গিয়েছে। এর মাধ্যমে থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে যে মার্চেন্ট চার্জ লাগে তা থেকে বাঁচায়।


আরও পড়ুন: Petrol Diesel Price: দিনের শুরুতে স্বস্তি! বিশেষ হেরফের নয় পেট্রোল-ডিজেল দরে