রিয়াধ: লিওনেল মেসির ইন্টার মায়ামির বিরুদ্ধে চোটের কারণে তিনি খেলতে পারেননি। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) অনুপস্থিতিতেই মার্কিন মুলুকের ক্লাবকে হাফ ডজন গোলে হারিয়েছিল আল নাসর (Al Nassr)। পৌঁছে গিয়েছিল রিয়াধ সিজ়ন কাপের (Riyadh Season Cup 2024) ফাইনালে। খেতাব নির্ণায়ক অবশ্য পর্তুগিজ মহাতারকা মাঠে ফিরলেও লাভের লাভ কিছুই হল না। হারতে হল আল হিলালের (Al Hilal) বিরুদ্ধে ০-২ গোলে হারতে হল আল নাসরকে। মাঠের মাঝেই মেজাজও হারালেন পর্তুগিজ মহাতারকা।
খেতাবি লড়াইয়ে আল হিলালের হয়ে চোটের কারণে নেমার মাঠে নামতে না পারলেও, সদ্যই চোট সারিয়ে ফেরা রোনাল্ডো আল নাসরের হয়ে ম্যাচের শুরু থেকেই খেলেন। এশিয়ার সফলতম দল আল হিলাল অবশ্য এদিন নেমারের অনুপস্থিতি তেমন বুঝতেই পারলেন না। সদ্য আফকান থেকে ফেরা সাদিও মানে বাদে আল নাসর মোটামুটি পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামলেও, গোটা ম্যাচেই দাঁত ফোটাতে ব্যর্থ রোনাল্ডোর দল।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ম্যাচেই আল হিলাল সমর্থকদের থেকে কটাক্ষের শিকার হতে হল। আল হিলাল সমর্থকদের তরফ থেকে রোনাল্ডোর উদ্দেশে 'মেসি, মেসি...' রণধ্বনি ভেসে আসে। যে শুনে রোনাল্ডোকে স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত দেখায়। রোনাল্ডো ম্যাচের মাঝে মাঠের দিকে ঈশারা করে বোঝাতে চান মেসি নয়, আমি এখানে রয়েছি। এমনিও আল হিলালের মেসিপ্রীতি নিয়ে নতুন করে কিছু বলার নেই। মেসিকে সই করানোর চেষ্টাও করেছিল আল হিলাল। তবে মেসি মরুদেশের বদলে মার্কিন মুলুকের ক্লাবে যোগদান করেন। পরিবারকেই এই সিদ্ধান্তের মূল কারণ বলে জানিয়েছিলেন মেসি।
তিনি দলে যোগ না দিলেও, আল হিলালের মেসিপ্রীতিতে যে এতটুকুও ভাটা পড়েনি তার প্রমাণ এই ম্যাচেই পাওয়া গেল। অবশ্য রোনাল্ডোর বিরুদ্ধে ম্যাচে মেসি, মেসির রণধ্বনি কিন্তু নতুন কিছু নয়। ম্যাচে তার প্রভাব কতটা প্রভাব পড়েছে সেটা তর্কের বিষয়। সার্জ মিলেনকোভিচ-সাভিচ ও সালেম আলদসারির প্রথমার্ধের গোলের কোনও জবাবই দিতে পারেনি আল নাসর। ২-০ ম্যাচ জেতেন সাভিচ, রুবেন নেভেজ়রা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: এনজ়োর দুরন্ত গোল, অ্যাস্টন ভিলাকে উড়িয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে চেলসি