সমীরণ পাল, অশোকনগর: দৈনন্দিন অশান্তি থেকে মুক্তি পেতে লকডাউনের সময় স্বামীকে ছেড়ে চলে এসেছিলেন বাপের বাড়ি। কিন্তু স্ত্রী-র এভাবে সম্পর্কছেদের রোষে চরম পথ নিলেন স্বামী। সাতসকালে স্ত্রীকে লক্ষ্য করে অ্যাসিড হামলা চালান স্বামী। অ্যাসিড আক্রান্ত আপাতত হাবড়া হাসপাতালে ভর্তি। আর অভিযুক্ত স্বামী পলাতক।


অশোকনগর থানার কচুয়া-রাজবেরিয়া সড়কে দৌলতপুর এলাকায় হওয়া ঘটনার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। পরিবার সূত্রে জানা গেছে, আক্রান্ত গৃহবধূর নাম সবিতা সরকার। সেনডাঙা এলাকার বাসিন্দা সবিতার বছর দুয়েক আগে গাদামারা এলাকায় দিলীপ মজুমদার এর সাথে বিয়ে হয়।

বিয়ের পর থেকে সংসারে একাধিক অশান্তির জন্য লকডাউনের সময় থেকে সবিতা সরকার বাপের বাড়িতে চলে আসেন। সকালে রোজকার মতো সবিতা কাজে যাওয়ার সময় দৌলতপুর এলাকায় তার স্বামী দিলীপ মজুমদার তাঁর ওপর অ্যাসিড হামলা চালায়। সাংসারিক অশান্তির জেরে বাপের বাড়ি চলে আসা গৃহবধূর উপর সাতসকালে অ্যাসিড হামলা স্বামীর। ঘটনাটি স্থানীয় লোকজনের তৎপরতায় হাবড়া হাসপাতালে নিয়ে আসা হয় হাতে ও গলায় অ্যাসিড দগ্ধ গৃহবধূকে। এই মুহূর্তে হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ। অভিযুক্ত তথা তাঁর স্বামী পলাতক।

অ্যাসিড আক্রান্ত বধূ যন্ত্রণায় ছটফট করতে করতে দৌড়ে পালিয়ে কোনওমতে একটি বাড়ি ঢুকে প্রাণে বাঁচেন। স্থানীয়রাই তাকে হাবড়া হাসপাতালে নিয়ে যায়। পলাতক স্বামীকে খুঁজছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত দীপকের দ্বিতীয় পক্ষের স্ত্রী সবিতা। তাঁর প্রথম পক্ষের একটি বাচ্চা মেয়ে রয়েছে। পুলিশ তার সঙ্গে কথা বলে দীপকের খোঁজ করার চেষ্টা করছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত মহিলা সম্প্রতি এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। বিয়েও করেন তাঁরা। তার জেরেই প্রতিশোধ নিতেই পরিকল্পনা করে প্রাক্তন স্বামী এই কাণ্ড ঘটিয়েছে কি না খতিয়ে দেখছে অশোকনগর থানার পুলিশ। তবে সাত সকালে এমন হামলায় ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের দ্রুত গ্রেফতারির অভিযোগ তুলেছেন।