সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: মোবাইল ফোনে রিচার্জ করার নাম করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল মধ্যমগ্রামের এক ব্যবসায়ীর থেকে । মোবাইল ফোনে অচেনা নম্বর থেকে ফোন করা হয় ব্যবসায়ীকে গত ২২ তারিখে । বলা হয় ২১ টাকা রিচার্জ করতে হবে একটি মানি অ্যাপ থেকে । ২১ টাকা রিচার্জ করে মিলবে তিন মাসের জন্য বিনা পয়সায় ইন্টারনেট এবং ইনকামিং এবং আউটগোয়িং কলের সুবিধা । সেইমতো তিনি ওই অ্যাপ থেকে ২১ টাকা রিচার্জ করতে যান । তখনই ডেবিট কার্ড থেকে তাকে রিচার্জ করতে বলা হয় । আধঘণ্টার মধ্যে কয়েক দফায় তার অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকারও বেশি তুলে নেওয়া হয়।



এই ভাবেই ধাপে ধাপে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় টাকা

এই টাকা অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাওয়ার সময়ে ওই অচেনা নম্বর থেকে ঘন ঘন তাকে ফোন করা হচ্ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ী । বলা হচ্ছিল, দেখুন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে । তিনি বার বার বলা সত্ত্বেও এই নিয়ে তর্ক বিতর্ক হয় অচেনা নম্বর থেকে ফোন করা ব্যক্তির সঙ্গে । তারপর মোবাইলে বারবার মেসেজ আসতে থাকে ৷ দেখা যায় বেশ কয়েক দফায় ১ লক্ষ ৬ হাজার টাকারও বেশি তুলে নেওয়া হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। এই মর্মে ওই ব্যক্তি মধ্যমগ্রাম থানায় অভিযোগ জানান । তারপর বারাসত পুলিশের সাইবারক্রাইম বিভাগীয় তিনি অভিযোগ জানিয়েছেন । পুলিশ অভিযোগ খতিয়ে দেখছে । এই মোবাইল সংস্থার তরফ থেকে এরকম বেশ কয়েকজনকে ফোন করা হয়েছিল মধ্যমগ্রাম বারাসাত এলাকায় । তারা সতর্ক হলেও মধ্যমগ্রামের আব্দুলপুরের ওই ব্যবসায়ী সতর্ক ছিলেন না । অভিনব প্রতারণার কাণ্ডে স্তম্ভিত তদন্তকারীরা ।