কালনা: ফের 'ঘরশত্রু বিভীষণ' উবাচ অনুপম হাজরার (Anupam Hazra)। দলীয় নেতা-কর্মীদের একাংশকে আবারও নিশানা করলেন বিজেপি-র কেন্দ্রীয় সম্পাদক অনুপম। তাঁর অভিযোগ, বিজেপি-তে (West Bengal BJP) কিছু 'ঘরশত্রু বিভীষণ' রয়েছে। পদ পাওয়ার জন্য বিজেপি-র কিছু লোকজন তৃণমূলের সঙ্গে রফা করছেন বলে অভিযোগ তুললেন তিনি। তাৎপর্যপূর্ণ ভাবে অনুপম যা বলেছেন, নিশ্চয়ই ভেবে বলেছেন বলে মন্তব্য করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
তৃণমূল থেকে ঢের আগেই বিজেপি-তে গিয়েছিলেন অনুপম। আর বিজেপি-তে থেকেই বিগত কয়েক মাসে একাধিক বার দলের কিছু নেতা-কর্মীদের বারং বার নিশানা করেছেন তিনি। সোমবার পূর্ব বর্ধমানের কালনায় ফের তার পুনরাবৃত্তি করলেন অনুপম। সেখানে বিজেপি-র বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে দলীয় নেতা ও কর্মীদের একাংশকে নিশানা করলেন তিনি।
সোমবার ওই অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে অনুপম বলেন, "এখন যা বঙ্গ বিজেপি-র অবস্থা, পদ মানে, আপনি তাঁদের গোলাম হয়ে গেলেন। পান থেকে চুন খসলেই, শোকজ, সাসপেন্ড, নয় পদ চল যাবে। সবাই কি আর চাকর হতে ভালবাসে নাকি! কেউ কেউ মানুষের মতো রাজনীতি করতে চান।"
দুর্নীতি প্রসঙ্গে এই মুহূর্তে শাসকদল তৃণমূলকে লাগাতার বিঁধে চলেছে বিজেপি। কিন্তু গতকাল কার্যত ঘর সামলানোর কথা বলতে শোনা যায় অনুপমকে। তাঁকে বলতে শোনা যায়, "পশ্চিমবঙ্গের মানুষে নতুন করে বলার প্রয়োজন নেই যে তৃণমূল চোর, তাঁরা জানেন। বরং নতুন চ্যালেঞ্জ যে, আমাদের মধ্যে যেন কোনও চোর না থাকে। ঘরশত্রু বিভীষণ যাঁরা আছেন, আগে ঝাঁটা মেরে তাঁদের বের করে দেওয়া উচিত। কারণ কিছু কিছু জায়গায়, কিথু পদাধিকারী রয়েছেন, যাঁরা সকালে বাড়িতে টিফিন করে, রাতে তৃণমূল নেতার বাড়িতে মাছ-মাংস খান।" কোনও রকমের ত্রুটি-বিচ্যুতি বরদাস্ত করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন অনুপম।
বিজেপি-র পদাধিকারীরা পদ পাওয়ার জন্য তৃণমূলের সঙ্গে রফা করছেন বলেও অভিযোগ কেরন অনুপম। মনোনয়ন জমা দিতে ১ লক্ষ, প্রচারে না যেতে হাজার টাকা। বিভিন্ন ক্যাটেগরিতে রফা চলছে বলে দাবি করেন। এ প্রসঙ্গে রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "আমি যে বিজেপি-কে চিনি, যে বিজেপি সংস্কৃতিতে বিশ্বাস করি এবং আমি যেটা বলছি, তা দলেরই বক্তব্য, কোনও নেতা বা কর্মীর যদি বিচ্যুতি ঘটেও থাকে, তাঁদের এই ভাষায় আক্রমণ করার অধিকার কেউ কাউকে দেয়নি। বিজেপি-র সর্বভারতীয় নেতা এই অধিকার কাউকে দেননি। কারণ তিনি বা তাঁর পূর্বসূরিরা কখনও এই ভাষায় কথা বলেননি। এগুলো বিজেপি-র পরিচিত ভাষা নয়, এগুলো বিজেপি-র ভাষা নয়।"
'ঘরশত্রু বিভীষণ' বলে অনুপম কাদের নিশানা করছেন, সেই নিয়েও জল্পনা শুরু হয়েছে। তবে শমীক অনুপমের আচরণের সমালোচনা করলেও, তাৎপর্যপূর্ণ ভাবে, সেই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অনুপমের দাবি একেবারেই খারিজ করে দেননি দিলীপ। বরং তাঁর বক্তব্য, "রাজনীতিতে এমন কথা সবাই বলেন। উনি সর্বভারতীয় নেতা। উনি যেটা বলছেন, ভেবে বলছেন। যদি পরিস্থিতি ঠিক না হয়, ওখানকার নেতৃত্ব দেখবেন, রাজ্য নেতৃত্বও রয়েছেন।" তবে এই প্রথম নয়, এর আগেও একাধিক বার অনুপমের কথায় বিজেপি-র অন্দরের কলহ ধরা পড়েছে।