এক মহিলাকে ধর্ষণের অভিযোগ, উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Feb 2020 07:09 PM (IST)
এখনও অবশ্য কাউকে গ্রেফতার করা হয়নি।
ফাইল ছবি
লখনউ: ২০১৭ সালে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে উত্তরপ্রদেশের ভাদোহির বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ ত্রিপাঠি সহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। এখনও অবশ্য কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ সুপার রামবদন সিংহ জানিয়েছেন, বিচারকের সামনে ওই মহিলার বয়ান লিপিবদ্ধ করা হবে। তারপর এই মামলায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপার আরও জানিয়েছেন, এ মাসের ১০ তারিখ ওই মহিলা অভিযোগ করেন, ২০১৭ সালে বিজেপি বিধায়ক ও তাঁর ৬ সঙ্গী একমাস ধরে একটি হোটেলে আটকে রেখে টানা ধর্ষণ করেন। এর ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই মহিলা। তিনি গর্ভপাত করাতে বাধ্য হন। এই ঘটনার তদন্তভার দেওয়া হয় অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার রবীন্দ্র বর্মাকে। তিনি রিপোর্ট দেওয়ার পরেই আজ এফআইআর দায়ের করা হয়েছে।