ছাদে খেলা অপছন্দ,২ শিশুকে ছুঁড়ে ফেলল প্রৌঢ়, নীচে পড়ে মৃত্যু একজনের, তারে জড়িয়ে রক্ষা অন্য শিশুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Jun 2020 09:26 PM (IST)
ছাদে খেলা অপছন্দ, ছুড়ে ফেলে শিশু খুন! কলকাতার বড়বাজারে বহুতল থেকে প্রতিবেশীর ২ শিশুকে ছুড়ে ফেলল প্রৌঢ়।
কলকাতা: নৃশংস! ছাদে খেলা অপছন্দ, ছুড়ে ফেলে শিশু খুন! মর্মান্তিক এই ঘটনা কলকাতার বড়বাজারে। সেখানে বহুতল থেকে প্রতিবেশীর ২ শিশুকে ছুড়ে ফেলল প্রৌঢ়। নীচে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর।তারে জড়িয়ে কোনওক্রমে রক্ষা ৬ বছরের অপর শিশুর। আহত শিশুর অবস্থাও আশঙ্কাজনক।অভিযুক্ত শিবকুমার গুপ্তকে গ্রেফতার করেছে পুলিশ।বড়বাজারের নেতাজি সুভাষ রোডের ঘটনা। এলাকার বাসিন্দাদের বিষয়টি নজরে পড়ার পর শিশু দুটিকে সঙ্গে সঙ্গে এনআরএস হাসপাতালে নিয়ে যান। সেখানে দুই বছরের শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়। দুই প্রতিবেশীর মধ্যে আগেও কোনও কারণে বচসা ছিল বলে জানা গেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।