নয়া দিল্লি : মোবাইলের পাসওয়ার্ড না দেওয়া নিয়ে বচসা। সেই থেকে পুরোনো বন্ধুকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল ম্যানেজমেন্ট ছাত্রের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দিল্লির পিতমপুরা এলাকার একটি পার্কে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
কীভাবে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ?
নিখোঁজ ছেলের ডায়েরি করতে গেলেই বিষয়টি নজরে আসে পুলিশের। বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। ১০০ সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। তাতেই বেরিয়ে আসে আসল তথ্য। যেখানে দেখা যায়, অভিযুক্ত বন্ধুর সঙ্গে পার্কে ঢুকছে দ্বাদশ শ্রেণির ওই ছাত্র। এরপরই অভিযুক্তের খোঁজ শুরু করে পুলিশ। পরে উত্তরপ্রদেশের পিলখুয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। সেখানে বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছিল সে।
কীভাবে মারা হয়েছিল স্কুলছাত্রকে ?
পুলিশ জানিয়েছে, রাগের বশেই পূর্ব পরিচিতকে খুন করেছে সে। ফোনের পাসওয়ার্ড দিতে মানা করায় বচসা শুরু হয় তাদের মধ্যে । পরে তা হাতাহাতির রূপ নেয়। সেই সময় পাথর দিয়ে স্কুল ছাত্রকে মারে অভিযুক্ত। পরে কাপড় বেঁধে শ্বাসরোধ করে খুন করে তাকে। জেরায় অভিযুক্ত মায়াঙ্ক সিং জানিয়েছে, বিবিএ নিয়ে পড়াশোনা করছিল সে। পার্কে ছাত্রের সঙ্গে সে ঢুকেছিল।
পচাগলা দেহর পাশে টেডি বিয়ার
রবিবারই দিল্লির পিতমপুরা এলাকার একটি পার্কে পচাগলা দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। পরে ওই দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহের পাশ থেকে পাওয়া গিয়েছে একটি টেডি বিয়ার। সংবাদ সংস্থা পিটিআইকে পুলিশ জানিয়েছে, মৃতদেহের পাশে মাদক পেয়েছে তারা। যা সন্দেহ বাড়ায় পুলিশের। খুনের বিষয়ে আরও তদন্ত করছে তারা। এর পিছনে কোনও প্রেমঘটিত বিষয় রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত বা মৃত কেউ মাদক নিত কি না তাও জানতে চেষ্টা করছে পুলিশ। এ বিষয়ে দু-জনের পরিচিতদের সঙ্গেই কথা বলছে পুলিশ।