আমদাবাদ: আইপিএলে বৃহস্পতিবার সন্ধের ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। ৬ ম্যাচ খেলে ৪টি জিতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছেন ঋষভ পন্থরা। কলকাতা নাইট রাইডার্স অবশ্য বলার মতো জায়গায় নেই। ৬টি ম্যাচের মধ্যে ৪টিতেই হেরে গিয়েছেন অইন মর্গ্যানরা। ২টি জিতে ৪ পয়েন্ট রয়েছে নাইটদের ঝুলিতে। আগের ম্যাচে পঞ্জাব কিংসকে হারিয়ে কিছুটা অক্সিজেন পেয়েছে শাহরুখ খানের দল। আজ দিল্লিকে হারাতে পারলে পয়েন্ট টেবিলে অপেক্ষাকৃত ভাল জায়গায় পৌঁছনোর সুযোগ থাকবে কেকেআরের।


কেকেআরের এই মুহূর্তে সবচেয়ে বড় কাঁটা পাওয়ার প্লে-তে ব্যাটিং। শুরুর ৬ ওভারের ফিল্ডিং বিধিনিষেধের সুযোগ কাজে লাগাতে পারছেন না নাইটরা। যন্ত্রণা আরও বাড়িয়েছে শুভমন গিলের ফর্ম। ভারতের অন্যতম প্রতিশ্রুতিমান ক্রিকেটারের ব্যাটে রানের খরা। শট খেলতে পারছেন না। কেকেআর টিম ম্যানেজমেন্ট যদিও বলছে যে, তারা গিলের পাশেই রয়েছে। তবে শুরুতে গিলের ব্যর্থতা পরের দিকের ব্যাটসম্যানদের ওপর চাপ তৈরি করছে। যে চাপ কাটিয়ে বেরতে পারছে না কেকেআর। বৃহস্পতিবার দিল্লির বিরুদ্ধে কি সুনীল নারাইনকে দিয়ে ইনিংস ওপেন করানো হবে? সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুরুর দিকে নারাইন ফাটকা কাজে লেগে গেলে পাওয়ার প্লে-র ফায়দা তুলতে পারবে কেকেআর।


দিল্লিকে স্বস্তি দিচ্ছে তরুণ পেসার আবেশ খানের ফর্ম। সঙ্গে অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্রর প্রত্যেক ম্যাচে বল হাতে ভেল্কি। আগের ম্যাচে আরসিবির কাছে মাত্র ১ রানে হারতে হলেও, একই দল ধরে রাখতে পারেন পন্থরা।


সম্ভাব্য দল


কলকাতা নাইট রাইডার্স: শুভমন গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, অইন মর্গ্য়ান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, প্যাট কামিন্স, প্রসিদ্ধ কৃষ্ণ, শিবম মাভি ও বরুণ চক্রবর্তী।


দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, শিখর ধবন, স্টিভ স্মিথ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, মার্কাস স্টোইনিস, অক্ষর পটেল. অমিত মিশ্র, কাগিসো রাবাডা, আবেশ খান ও ইশান্ত শর্মা।