কলকাতা: পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষা দিতে গিয়ে গ্রেফতার দুই ভুয়ো পরীক্ষার্থী। লেকটাউনের দুই পরীক্ষাকেন্দ্র থেকে গ্রেফতার। পুলিশ সূত্রে খবর, ধৃত ২ জনই বিহারের বাসিন্দা। রবিবার লেকটাউনের ২টি স্কুলে পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষা চলাকালীন ওই ঘটনা ঘটে।
পুলিশে সূত্রে দাবি, পাতিপুকুর ৩ নম্বর পল্লিশ্রী বিদ্যালয় এবং লেকটাউন বাঙ্গুর বয়েজ স্কুল থেকে ধরা পড়েন দুই ভুয়ো পরীক্ষার্থী। অ্যাডমিট কার্ড পরীক্ষা করার সময় দেখা যায়, আসল পরীক্ষার্থীর সঙ্গে অভিযুক্তদের ছবি মিলছে না। আসল পরীক্ষার্থীদের বদলে ওই দুজন পরীক্ষা দিচ্ছেন, এই অভিযোগে প্রথমে তাঁদের আটক করে লেকটাউন থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে দুজন স্বীকার করে নেন, তাঁরা অন্যের হয়ে পরীক্ষা দিচ্ছিলেন। এরপর দুই অভিযুক্তকে রবিবার রাতেই গ্রেফতার করা হয়। ওই চক্রে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
নাম ভাঁড়িয়ে কনস্টেবল নিয়োগের পরীক্ষা দিতে গিয়ে গ্রেফতার বিহারের দুই বাসিন্দা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Feb 2020 08:51 PM (IST)
পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষা দিতে গিয়ে গ্রেফতার দুই ভুয়ো পরীক্ষার্থী। লেকটাউনের দুই পরীক্ষাকেন্দ্র থেকে গ্রেফতার। পুলিশ সূত্রে খবর, ধৃত ২ জনই বিহারের বাসিন্দা। রবিবার লেকটাউনের ২টি স্কুলে পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষা চলাকালীন ওই ঘটনা ঘটে।
NEXT
PREV
অপরাধ (crime) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -