হায়দরাবাদ: ভিন জাতের ছেলেকে বিয়ে করতে চাওয়ায় নিজের মেয়ের গায়ে আগুন ধরিয়ে দিল এক মহিলা। আগুনে ওই মহিলাও মারাত্মক জখম হয়। পরে চিকিৎসা চলাকালে বুধবার মা ও মেয়ে দুজনেরই মৃত্যু হয় বলে জানিয়েছে শাদনগর পুলিশ। মৃত মা ও মেয়ের পরিচয় জানা গিয়েছে। মেয়ের নাম শ্রাবন্তী ও মায়ের নাম চন্দ্রকলা। তারা শাদনগরের বাসিন্দা।
জানা গিয়েছে, শ্রাবন্তীর স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু প্রেমিক ভিন জাতের বলে বাবা-মা জানতে পারার পরই শ্রাবন্তীর কাছে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এই নিয়ে বাবা-মায়ের সঙ্গে শ্রাবন্তীর বেশ কয়েক বারই বচসা হয়েছে।
এরই মধ্যে চন্দ্রকলা মেয়েকে ওই যুবকের সঙ্গে সম্পর্ক ভেঙে দিতে কড়া হুঁশিয়ারি দেন। বাবা বাড়ি পৌঁছলে তিনি মেয়ের ওপর রাগ উগরে দেন। কিন্তু শ্রাবন্তী তার অবস্থানে অনড় থাকে এবং বিয়েতে বাবা-মায়ের সম্মতির দাবি করে।
এতেই রাতে জ্ঞানশূন্য হয়ে শ্রাবন্তীর বাবা তার হাতে কেরোসিনের বোতল তুলে দেয় এবং হয় সম্পর্ক শেষ করতে, নাহলে নিজেকে মেরে ফেলতে বলে। চন্দ্রকলা সেই কেরোসিনের বোতল কেড়ে নিয়ে শ্রাবন্তীর গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় চন্দ্রকলার গায়েও আগুন ধরে যায়। শ্রাবন্তীর সঙ্গে চন্দ্রকলাও গুরুতর জখম হয়। মা ও মেয়ে উভয়ের শরীরই ৮০ শতাংশ পুড়ে যায়। বুধবার হাসপাতালে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় সন্দেহজনক মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ।
ভিন জাতের ছেলের সঙ্গে প্রেম, মেয়ের গায়ে আগুন দিয়ে পুড়ে মৃত্যু মায়েরও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Aug 2020 02:41 PM (IST)
ভিন জাতের ছেলেকে বিয়ে করতে চাওয়ায় নিজের মেয়ের গায়ে আগুন ধরিয়ে দিল এক মহিলা। আগুনে ওই মহিলাও মারাত্মক জখম হয়। পরে চিকিৎসা চলাকালে বুধবার মা ও মেয়ে দুজনেরই মৃত্যু হয় বলে জানিয়েছে
NEXT
PREV
অপরাধ (crime) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -