রাঁচি: বাবার চাকরি হাতাতে নৃশংস উপায় অবলম্বন করল ছেলে। সহানুভূতির ভিত্তিতে চাকরি পেতে বাবাকে খুন করল এক বেকার যুবক। এই ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের রামগড়ে। পুলিশ জানিয়েছেন, নিহত ব্যক্তি ছিলেন সেন্ট্রাল কোল ফিল্ডস লিমিটেড (সিসিএল)-এর কর্মী।। রাষ্ট্রায়ত্ত সংস্থার ৫৫ বছরের ওই কর্মীর চাকরি হাতাতে তাঁকে খুন করল ছেলে।
নিহত কৃষ্ণরাম রামগড় জেলার বরকাকানায় সিসিএলের সেন্ট্রাল ওয়ার্কশপের প্রধান নিরাপত্তা কর্মী ছিলেন।গত বৃহস্পতিবার গলা কাটা অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়।
মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) প্রকাশ চন্দ্র মাহাতো শনিবার এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, কৃষ্ণরামের ৩৫ বছরের ছেলে গত বুধবার রাতে বরকাকানার কোয়ার্টারে বাবার গলা কেটে খুন করে।
এসডিপিও জানিয়েছেন, পুলিশ খুনের জন্য ব্যবহৃত ছোট ছুরি ও মৃতের মোবাইল বাজেয়াপ্ত করেছে।
পুলিশের দাবি, জেরার মুখে অপরাধ কবুল করেছে কৃষ্ণরামের বড় ছেলে। সে জানিয়েছে, সিসিএলে সহানুভূতির খাতিরে বাবার চাকরি পাওয়ার লক্ষ্যেই এই অপরাধ করেছে সে।
পুলিশ জানিয়েছে, সিসিএলের নিয়ম অনুসারে, কোনও কর্মীর কর্মকালের মেয়াদে মৃত্যু হলে তাঁর বৈধ নির্ভরশীলকে চাকরি দেওয়া হবে।
ঝাড়খণ্ডে সহানুভূতির ভিত্তিতে রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরি হাতাতে বাবাকে খুন বেকার ছেলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Nov 2020 02:03 PM (IST)
বাবার চাকরি হাতাতে নৃশংস উপায় অবলম্বন করল ছেলে। সহানুভূতির ভিত্তিতে চাকরি পেতে বাবাকে খুন করল এক বেকার যুবক। এই ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের রামগড়ে।
NEXT
PREV
অপরাধ (crime) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -