মুম্বই: ইউটিউবার রশিদ সিদ্দিকে মানহানির নোটিস পাঠিয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। অক্ষয় কুমারের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন অভিযোগ করার জন্য ৫০০ কোটি চেয়েছেন সুপারস্টার। রশিদও পাল্টা আইনের পথে হাঁটার কথাই বলছেন। এই নোটিস ফিরিয়ে না নিলে অক্ষয় কুমারের বিরুদ্ধেই আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ওই ইউটিউবার।
রশিদের দাবি অক্ষয়ের বিরুদ্ধে তার আনা কোনও অভিযোগ মিথ্যা নয়।এগুলি সবই তিনি একটি নিউজ চ্যানেল থেকে পেয়েছেন। তাঁর ইউটিউব চ্যানেল এফ এফ নিউজে একের পর ভিডিয়োতে অক্ষয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছে। কোনওটিতে বলা হয়েছে রিয়াকে কানাডা যেতে অক্ষয় কুমারই সাহায্য করেছিলেন। কোনও ভিডিয়োয় দাবি করা হয়েছে আদিত্য ঠাকরের সঙ্গে একান্তে বৈঠক করেছেন অক্ষয়। কোথাও আবার ওই ইউটিউবার অভিযোগ করেছেন মুম্বইয়ের পুলিশ কমিশনারের সঙ্গেও সুশান্ত সিংহ রাজপুতের অস্বাভাবিক মৃত্যু নিয়ে আলোচনা করেছেন অক্ষয় কুমার।
কিন্তু অক্ষয় কুমারের বিরুদ্ধে এ সব ভিডিয়ো দেখানোর তিন মাস পর কেন তাঁর (রশিদ) বিরুদ্ধে মানহানির নোটিস দেওয়া হল সে প্রশ্নও তুলেছেন রশিদ। রশিদের আইনজীবী বলেছেন, ’’ এক প্রভাবশালী রাজনীতিবিদের সাক্ষাৎকার নেওয়ার পর আপনার ক্লায়েন্টের( কুমার) বিরুদ্ধে্ অনেকেই নানান প্রতিক্রিয়া জানিয়েছেন। কিন্তু উনি তাঁদের কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেননি। বেছে নিয়েছেন শুধুমাত্র আমার ক্লায়েন্টকে(রশিদ)।‘‘
অক্ষয়ের আইনজীবী জানিয়েছেন ওই ধরনের অভিযোগ আনার ফলে তাঁর ক্লায়েন্ট মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন।জনমানসে তাঁর ভাবমূর্তিতে আঘাত লেগেছে। কলঙ্কপূর্ণ, নিন্দাজনক এই ধরনের আচরণের জন্য রশিদের কাছে ৫০০ কোটি টাকা দাবি করেছেন। অক্ষয় কুমার ১৭ নভেম্বর যে আইনি নোটিস পাঠিয়েছেন তাতে বলা হয়েছে, ’’তাঁর বিরুদ্ধে রশিদ মানহানিকর, অবজ্ঞাপূর্ণ অভিযোগ এনেছেন, ফলে তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ওই ধরেনর যাবতীয় ভিডিয়ো সরিয়ে ফেলতে হবে।এবং ভবিষ্যতেও এমন ধরনের কোনও ভিডিয়ো তিনি আপলোড করতে পারবেন না।‘‘ নোটিস পাওয়ার তিন দিনের মধ্যে রশিদ কোনও জবাব না দিলে অক্ষয় কুমার আইনি পদক্ষেপের পথে যাবেন বলেও জানিয়েছেন।
মহারাষ্ট্র সরকার, মন্ত্রী আদিত্য ঠাকরে ও মুম্বই পুলিশকে ইচ্ছাকৃতভাবে অসম্মান করা-সহ মানহানির অভিযোগ এনে রশিদ সিদ্দিকির বিরুদ্ধে আলাদা করে মানহানির মামলা রুজু করেছে মু্ম্বই পুলিশ।
Akshay Kumar vs Youtuber: এবার অক্ষয় কুমারের বিরুদ্ধেই পাল্টা আইনি পদক্ষেপের হুমকি ইউটিউবারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Nov 2020 12:12 PM (IST)
ইউটিউবার রশিদ সিদ্দিকে মানহানির নোটিস পাঠিয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। অক্ষয় কুমারের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন অভিযোগ করার জন্য ৫০০ কোটি চেয়েছেন সুপারস্টার। রশিদও পাল্টা আইনের পথে হাঁটার কথাই বলছেন।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -