ময়ুখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: জোড়াবাগানে বৃদ্ধার অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর মোড়। পুলিশ সূত্রে দাবি, মৃত্যুর আগে জবানবন্দি দিয়ে গিয়েছেন ওই বৃদ্ধা। সেই জবানবন্দিতে তিনি বলেছেন, ভোররাতে ঘুম ভেঙে তিনি আচমকা দেখেন, তাঁর সামনে দাঁড়িয়ে রয়েছেন ননদ। ননদের হাতে কেরোসিনের বোতল।
মঙ্গলবার ভোরে জোড়াবাগান থানা এলাকায় বাবুরাম ঘোষ লেনে ঘরের মধ্যে অগ্নিদগ্ধ হন ৭৯ বছরের বৃদ্ধা বাসন্তী লাহা।এসএসকেএম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে মৃত্যু হয়। তদন্তকারীদের অনুমান, গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরানো হয় বৃদ্ধার গায়ে।
পুলিশের দাবি, ওই বাড়িরই অন্য ঘরে দরজা বন্ধ করে ছিলেন বৃদ্ধার ননদ, বছর ষাটের শোভা মল্লিক লাহা। তাঁকে দরজা ভেঙে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে খবর, মৃত্যুকালীন জবানবন্দির পর বৃদ্ধার ননদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। বুধবার ঘটনাস্থলে যান রাজ্য ফরেনসিক ল্যাবরেটরির অফিসাররা।
মৃতার পরিবার সূত্রে দাবি, টাকাপয়সা, সম্পত্তি নিয়ে বৃদ্ধার সঙ্গে ননদের অশান্তি ছিল।
পরিবার সূত্রে খবর, বৃদ্ধার তিন মেয়ে ও ছেলে থাকেন বাইরে। স্বামী থাকেন তিনতলার ঘরে। কিছুদিন আগে ননদ ওই বাড়িতে এসে ওঠেন।
ননদ একাই কি ওই ঘটনা ঘটিয়েছেন, না কি পিছনে কোনও প্রমোটারচক্রের ইন্ধন আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘুম ভেঙে আচমকা দেখেন, সামনে দাঁড়িয়ে ননদ, হাতে কেরোসিনের বোতল, ‘মৃত্যুকালীন জবানবন্দি’ জোড়াবাগানে অগ্নিদগ্ধ বৃদ্ধার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Sep 2020 12:15 AM (IST)
পুলিশ সূত্রে খবর, মৃত্যুকালীন জবানবন্দির পর বৃদ্ধার ননদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। বুধবার ঘটনাস্থলে যান রাজ্য ফরেনসিক ল্যাবরেটরির অফিসাররা।
NEXT
PREV
অপরাধ (crime) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -