প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অঙ্গাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর ছবি পোস্ট করে ট্যুইটে লিখেছেন, শ্রী সুরেশ অঙ্গাদি ছিলেন এক ব্য়তিক্রমী কার্যকর্তা যিনি কর্নাটকে দলকে শক্তিশালী করতে কঠিন পরিশ্রম করেছেন। দলমতের ঊর্ধ্বে সবাই শ্রদ্ধা করতেন, ভালবাসতেন তাঁকে। একজন দায়বদ্ধ সাংসদ, কর্মঠ মন্ত্রী ছিলেন। তাঁর মৃত্যুটা বিষাদ, দুঃখের। এই দুঃখের সময় আমার সহানুভূতি, অনুভব জানাই তাঁর পরিবার, বন্ধুবান্ধবদের। ওম শান্তি। কর্নাটকের বিজেপি এমপি রাজীব চন্দ্রশেখরও ট্যুইট করেছেন, কর্নাটকের বিজেপি নেতা ও মন্ত্রী সুরেশ অঙ্গাদির মৃত্যুর ট্র্যাজিক, ভয়াবহ দুঃখের খবর পেলাম। দলের নেত্রী শোভা করন্দলাজে ট্যুইট করে এটা তাঁর ব্যক্তিগত ক্ষতি বলে উল্লেখ করেছেন।
অঙ্গাদিকে নিয়ে কর্নাটক থেকে দুজন বিজেপির সাংসদ কোভিড-১৯ সংক্রমণে মারা গেলেন। গত সপ্তাহেই মৃত্যু হয়েছে দলের সাংসদ অশোক গাস্তির।
অঙ্গাদি কর্নাটকের বেলাগাভি কেন্দ্রের সাংসদ। ২০০৪, ২০১৪, ২০১৯, তিনবার তিনি জিতেছেন ওখান থেকে।
অঙ্গাদি রেখে গেলেন স্ত্রী, দুই মেয়েকে।