আবির দত্ত, কলকাতা: কলকাতার রাস্তায় গতকাল সন্ধেয় চলন্ত ক্যাবে দুই তরুণীর শ্লীলতাহানির অভিযোগ।  রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের। গভীর রাতে অভিযুক্ত ক্যাব চালককে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার রাত ৮টা নাগাদ দক্ষিণ কলকাতার জমজমাট রাস্তা সাদার্ন অ্যাভিনিউতে ভর সন্ধেয় চলন্ত ক্যাবে দুই মহিলার শ্লীলতাহানির অভিযোগ!

মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে যতীন বাগচী রোড ও সাদার্ন অ্যাভিনিউ ক্রসিংয়ে।

পুলিশ সূত্রে খবর, টিভি সিরিয়ালের দুই অভিনেত্রী দক্ষিণ কলকাতার একটি ক্যাফে থেকে হরিদেবপুর যাওয়ার জন্য অ্যাপ ক্যাব ভাড়া করেন।  ক্যাবে ওঠার পর চালকের সঙ্গে লোকেশন দেওয়া নিয়ে ঝামেলার সূত্রপাত।

দুই তরুণীর অভিযোগ, যতীন বাগচী রোড ও সাদার্ন অ্যাভিনিউয়ের ক্রসিংয়ে ক্যাব চালক দুই তরুণীর সঙ্গে অভব্য আচরণ শুরু করেন। তরুণীদের মুখে তরল কিছু স্প্রে করা হয়।

তরুণীদের অভিযোগ, এরপর তাঁরা বললেও গাড়ি থামাননি চালক। গাড়ি নিয়ে ওই এলাকার বিভিন্ন রাস্তায় চক্কর কাটতে থাকেন। এমনকী নামার জন্য তরুণীরা গাড়ির দরজা খুলে ফেললেও চালক গাড়ি থামাননি। এইভাবে প্রায় মিনিট দশেক কাটে।

একটা সময় ক্যাবের গতি একটু স্লো হলে দু’জনেই লাফিয়ে নেমে পড়েন।তরুণীদের ব্যাগ নিয়ে চম্পট দেন চালক।

রাতেই রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেন দুই তরুণী। গভীর রাতে পুলিশ অভিযুক্ত অ্যাপ ক্যাব চালক স্বপন বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ।

তাঁর বাড়ি টালিগঞ্জ রোডে।  অ্যাপ ক্যাবটি আটক করা হয়েছে।