নয়াদিল্লি:সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র পর এবার সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলার তদন্তে সামিল হল নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। রিয়া চক্রবর্তী ও অন্যান্য কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করল এনসিবি।
জানা গেছে, ইডি এনসিবিকে রিয়া চক্রবর্তীর হোয়াটস্যাপ চ্যাট এনসিবি-কে দিয়েছে। ওই চ্যাটে অভিনেত্রীকে মাদক ব্যবহার সংক্রান্ত ব্যাপারে কথা বলতে দেখা গিয়েছে বলে খবর। যদিও রিয়ার আইনজীবী এ সংক্রান্ত অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন।অভিনেত্রীর আইনজীবী সতীশ মানেশিন্ডে এই অভিযোগের জবাবে বলেছেন, রিয়া জীবনে কখনও মাদক নেননি। তিনি রক্তের নমুনা পরীক্ষার জন্য প্রস্তুত।
এনসিবি প্রধান রাকেশ আস্থানা একটি সংবাদসংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, এনডিপিএস আইনে এজেন্সি একটি মামলা দায়ের করেছে।
ওই আধিকারিক জানিয়েছেন, ইডি সুশান্ত মৃত্যু মামলার আর্থিক দিক তদন্ত করছে। এই মামলার তদন্তে নেমেই রিয়া চক্রবর্তীকে মাদক সরবরাহ সংক্রান্ত অভিযোগের দিক খুঁজে পেয়েছে।
মঙ্গলবার ইডি এনসিবি-কে চিঠি দিয়ে জানায় যে, রিয়া ও অন্যান্যদের চ্যাট রেকর্ডে মাদক ব্যবহারের অভিযোগ সংক্রান্ত কিছু তথ্য পাওয়া গিয়েছে।
ইডি বুধবার রিয়ার ট্যালেন্ট ম্যানেজার জয়া শাহকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। হোয়াটস্যাপ চ্যাটে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।
সুশান্ত ও রিয়াকে কী ধরনের মাদক সরবরাহ করা হয়েছিল, সে বিষয়ে অবশ্য খোলসা করে কিছু জানানো হয়নি ইডি-র পক্ষ থেকে।
এবার রিয়া চক্রবর্তী সহ কয়েকজনের বিরুদ্ধে মাদক-কাণ্ডে মামলায় দায়ের এনসিবি-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Aug 2020 08:18 PM (IST)
সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র পর এবার সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলার তদন্তে সামিল হল নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। রিয়া চক্রবর্তী ও অন্যান্য কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করল এনসিবি।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -