নাগপুরে: প্রেমের সম্পর্কে প্রেমিকার পরিবারের কোনও সম্মতি ছিল না। তাই অন্য পথ বেছে নিল বিভ্রান্ত অভিমানী যুবক। প্রেমিকার বছর দশেকের নাবালক ভাই ও ঠাকুমাকে খুন করল সে। শেষটায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে করে আত্মঘাতী হল সে নিজেও। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোমিনপুরা এলাকার বাসিন্দা মইন খান গুঞ্জনের হাজারিপাহাদের বাড়িতে গুঞ্জনের সত্তর বছর বয়সী ঠাকুমা প্রমিলা মারোতি ধুরভেকে প্রথমে খুন করে। তারপর তার ১০ বছরের ভাই যশকেও খুন করে। গুঞ্জনের ঠাকুমা ও ভাইকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।জানা যাচ্ছে, দুটি খুন করার পর ওই যুবক সেই রাতেই মানকাপুরা এলাকায় রেললাইনে মাথা দিয়ে আত্মহত্যা করে। লাইনের উপর থেকেই উদ্ধার করা হয় মইনের দেহ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরছে, গত বছর নভেম্বরো মাসে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জনের সঙ্গে মইন খানের আলাপ হয়। দু জনের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে জানাজানির পর গুঞ্জনকে তার পরিবার এই সম্পর্ক ভেঙে ফেলতে বলে। এমনকী গুঞ্জনের কাছ থেকে তার ফোনটি কেড়ে নিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয় এক আত্মীয়ের বাড়িতে। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় গিট্টি-খাদান থানায় মামলা দায়ের করা হয়েছে জোড়া খুনের অভিযোগে।
প্রেমিকার ঠাকুমা ও নাবালক ভাইকে খুন করে রেললাইনে মাথা দিয়ে আত্মঘাতী যুবক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Dec 2020 05:07 PM (IST)
প্রেমের সম্পর্কে প্রেমিকার পরিবারের কোনও সম্মতি ছিল না। তাই অন্য পথ বেছে নিল বিভ্রান্ত অভিমানী যুবক। প্রেমিকার বছর দশেকের নাবালক ভাই ও ঠাকুমাকে খুন করল সে। শেষটায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে করে আত্মঘাতী হল সে নিজেও। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে।
NEXT
PREV
অপরাধ (crime) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -