মালদা: বিয়ের ১৫ দিনের মাথায় যুবকের রহস্যমৃত্যু, বাড়িতে উদ্ধার দেহ, খুনের অভিযোগ পরিবারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Sep 2020 11:26 PM (IST)
ঘরের মেঝেয় রক্তের দাগ...সেই ঘরে ঝুলছে সদ্য বিবাহিত তরুণের মৃতদেহ।মালদার হরিশ্চন্দ্রপুরের দেগুণ গ্রামে ২১ বছরের তরুণের মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য। খুনের অভিযোগ তোলে মৃতের পরিবার। মৃতের নাম শেখ সানাউল্লাহ।
করুণাময় সিংহ, মালদা: ঘরের মেঝেয় রক্তের দাগ...সেই ঘরে ঝুলছে সদ্য বিবাহিত তরুণের মৃতদেহ।মালদার হরিশ্চন্দ্রপুরের দেগুণ গ্রামে ২১ বছরের তরুণের মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য। খুনের অভিযোগ তোলে মৃতের পরিবার। মৃতের নাম শেখ সানাউল্লাহ।পরিবার সূত্রে খবর,মাত্র ১৫ দিন আগে গ্রামেরই এক তরুণীর সঙ্গে বিয়ে হয় তরুণের। মঙ্গলবার রাতে বাড়িতে একাই ছিলেন তিনি।বুধবার সকালে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখে চমকে ওঠেন মা...।দেখা যায়, দেহে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন...। প্রতিবেশীদেরও দাবি, এটি আত্মহত্যার ঘটনা নয়। পুলিশ সূত্রে খবর, সানাউল্লাহর ঘরের দরজা ভেজানো ছিল। ভেতর বা বাইরে থেকে ছিটকিনি আটকানো ছিল না।তাই বাইরে থেকে কারোর ঢোকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। পাশাপাশি, নবদম্পতির জীবনে তৃতীয় কেউ ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।