নয়াদিল্লি: কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে অহেতুক তাদের নিশানা করার অভিযোগ এনে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল ভারতে তাদের কার্য্যকলাপ গুটিয়ে নেওয়ায় স্বতঃপ্রণোদিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে নোটিস দিল জাতীয় মানবাধিকার কমিশন। তারা বিবৃতি জারি করে বলেছে, জাতীয় মানবাধিকার কমিশন বিষয়টি নিজে থেকে বিবেচনায় এনে স্বরাষ্ট্রসচিব, ভারত সরকার, স্বরাষ্ট্রমন্ত্রককে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছে।
সংবাদপত্রে বেরনো রিপোর্ট অনুসারে অ্যামেনেস্টির তোলা অভিযোগ সম্পর্কে তাদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হবে। অ্যামেনেস্টির দাবি, মোদি সরকার তাদের টার্গেট করেছে। তাদের বিরুদ্ধে ডাইনি খোঁজার মতো অভিযান চলছে। তারই অঙ্গ হিসাবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। তাই আট বছর সাফল্যের সঙ্গে এদেশে কাজ করার পর তারা যাবতীয় কার্যকলাপ বন্ধ করে দিচ্ছে।
সংবাদপত্রে বেরনো রিপোর্টে বলা হয়েছে, গত সেপ্টেম্বর বিদেশি মুদ্রা বিনিময় পরিচালনা আইনে ৫১ কোটি টাকা অপব্যবহারের অভিযোগে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
অ্যামেনেস্টির ভারতে কাজ গুটিয়ে ফেলা নিয়ে কেন্দ্রকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Sep 2020 08:32 PM (IST)
মেনেস্টির দাবি, মোদি সরকার তাদের টার্গেট করেছে। তাদের বিরুদ্ধে ডাইনি খোঁজার মতো অভিযান চলছে। তারই অঙ্গ হিসাবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -